সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে সাংসদের আবাসনেই ভয়াবহ অগ্নিকাণ্ড (Delhi Fire)। হ্যাঁ, শনিবার দুপুরে দিল্লির বিডি মার্গের কাবেরী অ্যাপার্টমেন্টে আগুন লেগেছে বলে ইন্ডিয়া টিভির রিপোর্ট মারফৎ খবর। এমনকি আগুন নেভানোর জন্য কমপক্ষে ছয়টি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে কর্মকর্তাদের তরফ থেকে। তবে কীভাবে লাগল এই আগুন?
সাংসদের আবাসনেই অগ্নিকাণ্ড
উল্লেখ্য, এই কাবেরী অ্যাপার্টমেন্টে দিল্লির বেশ কয়েকজন সাংসদের ফ্ল্যাট রয়েছে। দিল্লির ফায়ার সার্ভিস মনে করছে, দুপুর 1:22 নাগাদ এখানে আগুন লাগে। তারপরেই দমকলের ইঞ্জিন মোতায়েন করা হয়। আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানা যায়নি। মনে করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই হয়তো এই আগুনের সূত্রপাত।
दिल्ली –
सांसद आवास ब्रह्मपुत्र बिल्डिंग में लगी आग !! pic.twitter.com/sdgYygApZT
— Gaurav Singh Sengar (@sengarlive) October 18, 2025
উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে কোনওরকম হতাহতের খবর মেলেনি। তবে আগুন লাগার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করে। সংবাদ সংস্থা এএনআইকে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, “আমার কুকুর ভেতরে আটকে ছিল। কয়েক মাসের মধ্যেই আমার মেয়ের বিয়ে হতে চলেছে। আমরা যে সমস্ত গয়না, পোশাক কিনেছিলাম সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার স্ত্রী এবং আমার এক সন্তানও পুড়ে গিয়েছে। তারা হাসপাতালে রয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা আমি জানি না। আমার ফ্ল্যাট তিন তলায়।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর কনভয়ে ৪০-র উপরে গাড়ি! ভিডিও পোস্ট করে মমতাকে মিথ্যেবাদী আখ্যা শুভেন্দুর
সংসদ থেকে 200 মিটার দূরেই অ্যাপার্টমেন্ট
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেছেন যে, এই অ্যাপার্টমেন্টটি সংসদ থেকে মাত্র 200 মিটার দূরে। এমনকি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দিল্লি সরকারের সমালোচনা করে বলেছেন, দমকল বাহিনী তাৎক্ষণিক আগুন লাগার ডাকে সাড়া দেয়নি। এই অ্যাপার্টমেন্ট সংসদ থেকে মাত্র 200 মিটার দূরে। 30 মিনিট ধরেও আগুন থামানো যায়নি। এখনও পর্যন্ত আগুন জ্বলছে। বারবার ফোন করার পরও দমকলের ইঞ্জিন নিখোঁজ। দিল্লি সরকারের লজ্জা হওয়া উচিত।