এবার আসরে মীরা ভট্টাচার্য, শ্যামবাজারে অবস্থান মঞ্চে সুর চড়ালেন প্রয়াত বুদ্ধদেবের স্ত্রী

Published on:

meera bhattacharya

প্রীতি পোদ্দার: ৫৯ এ পাম অ্যাভিনিউয়ের দু’ কামরার সেই ফ্ল্যাটটায় আগে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের জগৎ ছিল। এখন এত বছর পরে মীরা সেই ভালোবাসায় মোড়া ঘরটায় বুদ্ধ বিনা রয়েছেন। একে অপরকে ভালবেসে, বিশ্বাস-শ্রদ্ধায় কাটানো সময়গুলো একপলকে ফুরিয়ে গিয়ে শেষ বয়সে এখন একা থাকছেন তিনি। কিন্তু এসবের মাঝেও আরজি কর আন্দোলনের প্রতিবাদের থেকে এক পা-ও পিছলেন না তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বুদ্ধদেবের স্মরণসভায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ

গত ৮ আগস্ট পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব প্রয়াত হয়েছিলেন। ঠিক তার পরের দিন ৯ আগস্ট ছিল তাঁর শেষযাত্রা। আর ওই দিনই সকালে আরজি করের ঘটনা প্রকাশ্যে এসেছিল। তার পর থেকেই রাজপথ জুড়ে সাধারণ মানুষের লাগাতার আন্দোলন চলছে। এমনকি গত ২২ আগস্ট সিপিএমের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুদ্ধদেবের যে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভা বুদ্ধ স্বরণের পাশাপাশি কার্যত আরজি করের প্রতিবাদ সভার আকার নিয়েছিল।

নেতাজি ইন্ডোরের গ্যালারি ফেটে যেমন স্লোগান উঠেছিল ‘বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম’, তেমনই স্লোগান উঠেছিল ‘স্মরণসভার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর’। আর সেই স্মরণসভাতেও উপস্থিত ছিলেন মীরা। তার পর ফের তাঁকে কোনও প্রকাশ্য কর্মসূচিতে দেখা গেল। গত ২৩ দিন ধরে আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে শ্যামবাজারে ধর্না-অবস্থান করে চলেছে সিপিএমের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন। সেই মঞ্চেই এবার গতকাল বুধবার রাতে গিয়েছিলেন মীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সিপিএম এর মিছিল নিয়ে বড় মন্তব্য মীরা ভট্টাচার্যের!

সূত্রের খবর, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মীরার যাওয়ার কথা ছিল শ্যামবাজারের ধর্না মঞ্চে। কিন্তু ভয়ংকর বৃষ্টির কারণে তাঁর পৌঁছতে বেশ খানিকটা দেরি হয়। যাওয়ার পর সেখানে মিনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা, কনীনিকা ঘোষদের সঙ্গে ওই মঞ্চে প্রায় এক ঘণ্টা কথা বলেছিলেন মীরা। অবস্থান মঞ্চ থেকে সেই সমাবেশকেও সফল করার কথা বলেছেন মীরা। জানা গিয়েছে তিনি সংবাদমাধ্যমকে জানা, “ এত জোরালো প্রতিবাদ যে, সব ধর্মবর্ণ উপেক্ষা করে মানুষ এককাট্টা হয়েছে ৷ সুতরাং, বিচারের জন্য গণআন্দোলনের সাক্ষী থাকল গোটা রাজ্য ৷ এমনটা কখনও দেখেছেন ? কেউ কখনও এমন ছবি দেখেননি ৷”

প্রসঙ্গত, আজ অর্থাৎ বৃহস্পতিবার আপাতত শেষ হতে চলেছে বাম ছাত্র-যুবদের অবস্থান। এই অবস্থানের শেষে আবার ধর্মতলায় সমাবেশের ডাক দিয়েছে তারা। বেলা ১টায় হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হবে ৷ আজ কলকাতা জেলার মিছিল শুরু হবে পার্ক স্ট্রিট মেট্রো ৩ নম্বর গেট থেকে ৷

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group