প্রীতি পোদ্দার, কলকাতা: বাজার করতে গিয়েই বিপত্তি! বাঁকুড়ায় (Bankura) প্রকাশ্যে দুষ্কৃতীদের হাতে মার খেতে হল মন্ত্রীর স্বামীকে। জানা গিয়েছে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর ওপর আচমকাই আক্রমণ চালায় কয়েকজন দুষ্কৃতী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাকবিতন্ডা। অভিযোগ উঠল স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় ৬ বিজেপিকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি কী?
ঘটনা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে খাতরা বাজারে গিয়েছিলেন খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই সময় মুদিখানার সামগ্রী কিনছিলেন। এমন সময় আচমকাই ১৫-১৬ জনের একটি দল তাঁর উপর অতর্কিত হামলা চালায়। লাঠির আঘাতে পিঠে এবং ডান হাত গুরুতর জখম হয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। বর্তমানে তিনি এখন বাড়িতেই রয়েছেন।
অভিযোগের তীর বিজেপির দিকে
এদিকে কোনো কারণ ছাড়াই স্বামীর উপর হামলা করায় প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি রাতেই স্বামীর আক্রান্ত হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন যে এই গোটা ঘটনা বিজেপি করেছে। তাঁর অভিযোগ, বিজেপি বেশ কিছু দিন ধরেই এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।
বিনা প্ররোচনায় বিজেপি কর্মীরা আচমকাই এদিন তাঁর ওপরে চড়াও হয়ে মারধর করে। তুহিন মান্ডি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হয়েও তাঁর উপর হামলা চালানো বিষয়টি পুলিশ-প্রশাসন এবং দলের শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে।
আরও পড়ুন: আহমেদাবাদের মতো দুর্ঘটনা ঘটতে পারে কলকাতা বিমাবন্দরেও? উঠে এল ভয়ঙ্কর তথ্য
সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে আক্রমণ মন্ত্রীর!
এদিন সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বিজেপিকে আক্রমণ করে লিখেছেন যে, “ বিজেপির ঔদ্ধত্য এবার সীমাহীন। প্রকাশ্যে খাতড়া শহরে বিজেপির গুন্ডাবাহিনীর হাতে আক্রান্ত আমার স্বামী। বিজেপির এই ঘৃণ্য রাজনীতি রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে আজ ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করল। খাতড়াবাসী আগামী দিনে ইঞ্চিতে ইঞ্চিতে এর জবাব দেবে।”মন্ত্রী বিজেপি দিকে আঙুল তুললেও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
পাল্টা দাবি বিজেপির
বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক দীপক দাস বলেন, “গতকাল সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়। হামলা প্রতিহত করার জন্য রুখে দাঁড়ায় বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনও কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।












