প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ এ বাংলায় বিধানসভা নির্বাচন। যদিও এখনো অনেকের দেরি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন থেকেই নানা উদ্যোগ নিতে শুরু করেছে। দলের অন্দরে প্রথমে ভুল ত্রুটিগুলো চিহ্নিত করা শুরু হয়েছে। যাতে ভবিষ্যৎ এ কোনো ভুল ত্রুটি না হয়, সেই কারণে এখন থেকেই নেওয়া হচ্ছে বড় প্রস্তুতি।
আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের দলকে নিয়ে নানা পরিকল্পনা করেছে। কারণ তিনি চান না তাঁর দলের মন্ত্রীরা যেন কোন বিতর্কে জড়িয়ে পড়ুক এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক। আর তাই এবার মন্ত্রীদের জন্য এক বড় নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রীদের জন্য জারি করা হল কড়া সতর্কবার্তা
সূত্রের খবর, গত বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী। আর তাঁদেরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের শুরু থেকে, মন্ত্রীদের যদি কোনো বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে হয়, তাহলে সেখানে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর দফতরের অনুমোদন নিতে হবে। এমনকি এও জানাতে হবে যে অনুষ্ঠানটি কোন বিষয়ের ওপর এবং সেই অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হবে। সেটা যদি নিজের এলাকার স্বাস্থ্যশিবির বা রক্তদান শিবিরের মতো সামাজিক অনুষ্ঠান হয় সেখানেও অনুমতি নিতে হবে যাওয়ার জন্য।
কেন এমন নির্দেশ দেওয়া হল?
আসলে সম্প্রতি এক মন্ত্রীর একটি বিতর্কিত অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে দলের মধ্যে নানা তর্ক বিতর্ক শুরু হয়েছিল। এবং দেখা গিয়েছিল ওই একই মঞ্চে ছিল একজন আর্থিক প্রতারণায় অভিযুক্ত ব্যক্তি। আবার তিনিই ওই মন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেছিলেন। মুখ্যমন্ত্রী এই ঘটনাটি শোনার পর, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা দেন এবং মন্ত্রীদের সকল উপস্থিতির বিষয়ে আগে থেকে দফতরের অনুমোদন নেওয়ার নির্দেশ দেন। সম্ভবত এই ধরনের বিতর্ক যাতে নতুন বছরে আর না ঘটে সেদিকে নজর দিতে মুখ্যমন্ত্রীর এই তৎপরতা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |