প্রীতি পোদ্দার, কলকাতা: ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রীতিমত রাজ্যজুড়ে অসন্তোষের (Waqf Violence) ঢেউ যেন উপচে পড়েছে। গত কয়েক সপ্তাহে হিংসার আগুনে জ্বলে উঠেছে মুর্শিদাবাদের সুতি, ধুলিনায়, সামশেরগঞ্জের মতো এলাকা। অশান্তির পরিবেশ এতটাই ভয়াবহ যে স্থানীয়রা নিজেদের প্রাণ বাঁচাতে ভিটে মাটি ছেড়ে গঙ্গা পাড় করে আশ্রয় নিয়েছে মালদায়। তবে শুধু এই অশান্তি মুর্শিদাবাদেই সীমাবদ্ধ নয়, চাঁপদানি থেকে আমতলা এমনকি ভাঙড়েও দেখা গিয়েছে অশান্তির ছায়া। আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
অমিত শাহকে কাঠগড়ায় তোলেন মমতা
গত কয়েকদিনে ওয়াকফ আইন নিয়ে মুর্শিদাবাদে যে হিংসার রূপরেখা তৈরি হয়েছিল সেখানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জনের। এই পরিস্থিতিতে এই দাঙ্গার দায় নিয়ে রাজনৈতিক মতবিরোধ উঠে এসেছে। গতকাল নেতাজি ইন্ডোরে ইমাম-মোয়াজ্জেমদের সমাবেশে গোটা ঘটনায় মোদি সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “মুর্শিদাবাদের অশান্তির ঘটনা বিজেপির ‘পূর্ব পরিকল্পিত’। বিজেপি কেন বাইরের লোক এনে এখানে গন্ডগোল পাকাবে? কেন এজেন্সির মাধ্যমে অশান্তি লাগাবে? আমি জেনেছি, বাচ্চা ছেলেদের হাতে পাঁচ ছ’হাজার টাকা দিয়ে ইট ছোড়াচ্ছে।” শুধু তাই নয় তিনি এদিন সীমান্ত দিয়ে দুষ্কৃতীদের ঢোকানো নিয়ে কাঠগড়ায় তোলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।
মমতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিঠুনের!
তবে এবার বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে সংশোধিত ওয়াকফ আইন নিয়ে হিংসা-বিতর্কের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। তিনি সম্প্রতি জনপ্রিয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে তে একটি সাক্ষাৎকারে জানান, “এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হিন্দু সম্প্রদায়ের জন্য এক বড় হুমকি হয়ে উঠেছেন। রাজ্যে সাম্প্রদায়িক হিংসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। তার উপর মমতা দাবি করেছিলেন, বাংলায় ওয়াকফ আইন কার্যকর করতে দেবেন না। তাই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সংবিধানের ঊর্ধ্বে, এই অধিকার তাঁকে কে দিয়েছে?”
আরও পড়ুনঃ ক্লেটনের পর আরেক বিদেশি ছাঁটাই! সুপার কাপের আগে ডামাডোল ইস্টবেঙ্গলে
মমতার দাবিকে বিভ্রান্তিকর বললেন মিঠুন
এদিন সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী আরও বলেন যে, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছেন। তারা সম্প্রদায়কে বিভক্ত করার জন্য কাজ করছে। তাঁদের ভিতে মাটি ছেড়ে বাঙালি হিন্দুরা এখন গৃহহীন। নিজের ঘর থাকতেও ত্রাণ শিবিরে খিচুড়ি খাচ্ছেন তাঁরা। সেক্ষেত্রে তাদের দোষ কী?” এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীদের অনুপ্রবেশ করতে নাকি সাহায্য করেছিল বিএসএফ। সেই দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর কথায় মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করছেন। এমনই বিস্ফোরক দাবি তোলেন তিনি।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |