সহেলি মিত্র, কলকাতাঃ ফুটবল খেলতে গিয়ে বিপত্তি, মাঠে আছাড় খেয়ে পড়লেন রাজ্যের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ রবিবার হাবড়ায় ঘটনাটি ঘটেছে। পুরসভার টিমকে নেতৃত্ব দিতে গিয়েই এই বিপত্তি ঘটে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ফুটবল মাঠে আছাড় খেলেন জ্যোতিপ্রিয় মল্লিক
আজ খেলা দিবসের দিনই মাঠে পা ফসকে পড়ে যান রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। এরপর তড়িঘড়ি বিধায়ক-অধিনায়ককে তুলে ধরেন দর্শকরা। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরেও দমে থাকেননি কিন্তু তিনি। তাঁর দল ম্যাচ জিতে যায়। বয়সের কথা ভুলে গিয়ে বর্তমান যুব সমাজকে বিধায়ক যেন বুঝিয়ে দিলেন বয়সটা শুধু সংখ্যা মাত্র, মনের জোরটাই আসল। ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুনঃ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে সবুজ সাথীর সাইকেল, পুজোর আগেই লক্ষ্য পূরণের চেষ্টা নবান্নর
যাইহোক এদিন ম্যাচ জিতে খেলা হবে বলেও চ্যালেঞ্জ জানান জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন রীতিমতো ভোটের দামামা বাজিয়ে তিনি বলেন, ‘ছাব্বিশের বিধানসভা ভোটের খেলা আজ থেকেই শুরু হয়ে গেল। ভোটের খেলা অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে।’ উল্লেখ্য, ২০২৩ সালে রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার করা হয় তাঁকে।
২০২৩-এ গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক
২০২৩ সালে রেশন দুর্নীতিকাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে ইডি। ২০২৪ সালের জানুয়ারিতে, ইডি কলকাতার একটি আদালতকে জানায় যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) জন্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্য খোলা বাজারে বিক্রির জন্য পাচারের সাথে জড়িত এই কেলেঙ্কারির মূল্য প্রায় ২০,০০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মল্লিককে সরকার থেকে অপসারণ করেন, যেখানে তিনি সেই সময়ে রাজ্যের বন ও শিল্প পুনর্গঠন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |