প্রীতি পোদ্দার, পুরুলিয়া: একাধিক বিতর্কের মাঝেই গত মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি। যার এক এবং অন্যতম লক্ষ্য হল ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার হটানো এবং উপযুক্ত নাগরিকদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত করা এবং নতুন ভোটারদের নাম তোলা। তাই রাজ্যজুড়ে এখন সরগরম পরিস্থিতি। এদিকে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় নির্বাচনের আগেই পুরুলিয়ায় (Purulia) যেন মুখ থুবড়ে পড়ল শাসকদল। অসংখ্য মহিলা সমর্থকরা এবার যোগদান করলেন গেরুয়া শিবিরে।
বিজেপিতে যোগদান শতাধিক সমর্থকের
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বুধবার, পুরুলিয়ার কাশীপুরে বিজেপির তরফ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে এক অবাক করা কাণ্ড। পুরুলিয়ায় কালীদহ, মণিহারা, বররা এবং গৌরাঙ্গি এই চারটি ব্লকের প্রায় ২০ টি গ্রামের তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা সমর্থকরা একযোগে এদিন বিজেপিতে যুক্ত হলেন। সেখানকার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে সম্বর্ধনা জানালেন। আর সেই খবর প্রকাশ্যে আসা মাত্রই হৈ হৈ পড়ে গেল এলাকার রাজনৈতিক মহলে। একসঙ্গে এতজন মহিলা সমর্থক নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করাকে গেরুয়া শিবির একপ্রকার জয়ের সংকেত হিসেবে মেনে নিয়েছে।
পুরুলিয়ার কাশীপুরে গেরুয়া জোয়ার!
মমতা ব্যানার্জির রাজনীতি মানে বিভাজন আর ভয় দেখানো কিন্তু এখন বাংলার মানুষ জেগেছে! পুরুলিয়ার কাশীপুরে ১০০০-এরও বেশি মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন সাংসদ @JyotirmayBJP হাত ধরে।
উন্নয়নের পথে এবার মোদির সাথেই বাংলা। মোদী জীর… pic.twitter.com/rizL1OkrF8
— BJP West Bengal (@BJP4Bengal) November 5, 2025
কী বলছেন জ্যোতির্ময় সিং মাহাতো?
তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের মহিলা সমর্থকরা গেরুয়া শিবিরে যোগদান করা নিয়ে বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন যে, “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে রীতিমত ক্ষুব্ধ গোটা বাংলা। একের পর এক তোষণ, অত্যাচার, মহিলাদের ধর্ষণ ইত্যাদি নানা কারণে বাংলার মানুষ এবার বাংলার পরিবর্তন চাইছে। তাই এবার বাংলার মানুষের আশীর্বাদে বঙ্গে গেরুয়া পতাকা উড়বে। ধীরে ধীরে বিভিন্ন দলের আরও সমর্থক যুক্ত হবে আমাদের দলে। শেষে হয় আমাদেরই হবে।”
আরও পড়ুন: যোগী মডেলে বাংলায়! বুলডোজার চালিয়ে ধূলিসাৎ CPIM পার্টি অফিস! শোরগোল ঘোলায়
প্রসঙ্গত, গত মাসে অর্থাৎ অক্টোবরে ঝাড়গ্রামের জঙ্গলমহলে গেরুয়া শিবিরে বড় বিপর্যয় নেমে এসেছিল। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের তপশিয়ায় অনুষ্ঠিত তৃণমূলের বিজয়া সম্মেলনীতে শয়ে শয়ে বিজেপি কর্মীর যোগদান ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসে। প্রায় ৫০ টি পরিবারের প্রায় ৭৫ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই আবহে ২০২৬ সালের ভোটের আগে ঝাড়গ্রামে পরপর ধাক্কা খাচ্ছে পদ্ম ব্রিগেড। সেই সঙ্গেই আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সংগঠন মজবুত করতে তৎপর শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার দেখার পালা ভোটের হাওয়া কার দিকে সরে যাবে।












