প্রীতি পোদ্দার, কলকাতা: লাগাতার বৃষ্টির জেরে গত শনিবার ও রবিবার রাত থেকে ভূমিধসে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গে পার্বত্য ঘেঁষা জেলাগুলি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দার্জিলিং, কালিম্পং এবং মিরিকে। বানভাসী অবস্থা জলপাইগুড়ি, কোচবিহার সংলগ্ন এলাকা। তাই এই দুযোর্গকে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার দাবি তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তা (Raju Bista)। শুধু তা-ই নয়, বিপর্যস্ত এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রের সঙ্গে আলোচনার করার জন্য অনুরোধও করেছেন তিনি। আর এবার পাহাড়ে জল প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি।
জল প্রকল্প নিয়ে মমতাকে কটাক্ষ
স্থানীয় এক রিপোর্ট অনুযায়ী, বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলা পরিদর্শনে বেরিয়েছিলেন দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তা। সেখানে স্থানীয় দুর্গতদের সঙ্গে পরিস্থিতি নিয়ে একাধিক আলোচনা করছিলেন। অনেকেই অভিযোগ তুলেছিলেন যে রাস্তার ধারে নলকূপ থাকলেও সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে মিলছে না জল। কাছাকাছি অন্যান্য এলাকাতেও একই পরিস্থিতি। এমতাবস্থায় রাস্তার ধারে এক নলকূপের এক ফাঁকা পাইপে মুখ রেখে জোরে জোরে আর্তনাদ করে কটাক্ষ করতে লাগলেন রাজু বিস্তা। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “হ্যালো মমতা দিদি! হ্যালো, ইয়ে হর ঘর জল কা নল হ্যায় লেকিন ইহা পর পানি নেহি হ্যায়… হ্যালো মমতা দি, শুনাই দে রেহি হ্যায়?”
ভাইরাল ভিডিওকে ঘিরে হাসির রোল
দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা হাসাহাসি শুরু করে। কমেন্টে বক্সে উপচে পরে একাধিক নানাবিধ কমেন্ট। একদিকে অনেকেই যেমন তৃণমূল বিরোধী মন্তব্য করছিলেন ঠিক তেমনই অনেকেই আবার বিজেপি বিরোধী মন্তব্য করেছেন। আসলে এই প্রকল্প নিয়ে আর্থিক চাপ বেশ বাড়ছে রাজ্য সরকারের উপর। যার জেরে এ হেন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীকে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি শাসকদল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ! আরজি করের ছায়া দুর্গাপুরে
অন্যদিকে, এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার দুযোর্গকে ‘রাজ্য বিপর্যয়’ হিসেবে ঘোষণা করার জন্য রীতিমত উঠে পড়ে লেগেছে দার্জিলিঙের সাংসদ তথা বিজেপি নেতা রাজু বিস্তার। তাঁর দাবি, ২০২৩ সালে তিস্তার বন্যাকে ‘বিপর্যয়’ ঘোষণা করতে ব্যর্থ হয় রাজ্য সরকার। তার ফলে ওই দুযোর্গে ক্ষতিগ্রস্থরা যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তা থেকে বঞ্চিত হয়েছিলেন কিন্তু এ বার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না-হয়, সেই কথা মনে করিয়ে দিয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন দার্জিলিঙের সাংসদ।