ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপর তৈরি মুকেশ আম্বানির অ্যান্টিলা! বিস্ফোরক দাবি ওয়াইসির

Published on:

asaduddin owaisi antila mukesh ambani

শ্বেতা মিত্র, হায়দ্রাবাদঃ আবারো আলোচনার কেন্দ্রেবিন্দুতে ভারতের সবথেকে বড় ব্যবসায়ী মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যদিও এবার তিনি নন, তাঁর প্রাসাদপম বাড়ি অর্থাৎ অ্যান্টিলা যে জমির ওপর তৈরী সেই জমি নিয়ে প্রশ্ন উঠল। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলতি মাসেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যে আসন্ন এই ভোটকে কেন্দ্র করে সেখানে প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তবে এবার এই ভোটের আবহে মুকেশ আম্বানির বাড়ির জমি নিয়ে বিস্ফোরক দাবি করলেন আসাদউদ্দিন ওয়েইসি। আপনিও কি জানতে কৌতূহলী যে আসাদউদ্দিন ওয়েইসি কী বলেছেন? তাহলে বিষয়টা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

মুকেশ আম্বানির বাড়ি নিয়ে বিস্ফোরক দাবি

WhatsApp Community Join Now

আসলে শনিবার AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেছেন যে, কোটিপতি ব্যবসায়ী তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া ওয়াকফ বোর্ডের জমিতে তৈরি। এ সাক্ষাৎকারে ওয়েইসি ওয়াকফ সংশোধনী আইন, ২০২৪ সম্পর্কে তার মতামত ভাগ করেন। এই আইনের লক্ষ্য ১৯৯৫ সালের ওয়াকফ আইনকে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি এবং ডেভেলপমেন্ট অ্যাক্ট হিসাবে নামকরণ করা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে ওয়েইসি জানান, “সংস্কারের নামে আপনি ওয়াকফ বোর্ড শেষ করতে পারবেন না, নরেন্দ্র মোদী! সংস্কার বিলে একটি বিধান রয়েছে, যা অনুসারে, আপনি ওয়াকফ বহির্ভূত সম্পত্তির বিরুদ্ধে জেলা কালেক্টরের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। এরপর তিনি তদন্তের নির্দেশ দেবেন এবং বোর্ডের কাছ থেকে ওয়াকফের জমি কেড়ে নেওয়া হবে।”

বেআইনি দখলদারি নিয়ে বিস্ফোরক ওয়াইসি

ওয়াকফ সম্পত্তির নামে মুসলিম সম্প্রদায়ের অবৈধভাবে জমি দখলের অভিযোগের জবাবে এআইএমআইএম প্রধান বলেন, এটি বিজেপি এবং আরএসএস দ্বারা পরিচালিত একটি অপপ্রচার। আসাদউদ্দিন ওয়াইসি বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে দাবি করেন, আম্বানির মুম্বাইয়ের বাসভবন ওয়াকফের জমিতে নির্মিত। আম্বানির নামে সুপ্রিম কোর্টে মামলা চলছে বলেও কটাক্ষ করেন নেতা। এদিকে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া ওয়াকফের সম্পত্তি কিনা জানতে চাওয়া হলে ওয়েইসি বলেন, “নিশ্চয়ই।” যাইহোক, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে মুকেশ আম্বানির বাড়ির দাম কমপক্ষে ১৫,০০০ কোটি টাকা।

সঙ্গে থাকুন ➥
X