যোগ দিয়েছেন বিজেপিতে, লড়বেন বিধানসভা নির্বাচনেও! মৈথিলী ঠাকুরের মোট সম্পত্তি কত?

Published:

Updated:

Maithili Thakur
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগদান করলেন সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। আসলে গত সপ্তাহে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎকারের পর থেকেই শুরু হয়েছিল এই জল্পনা। তার অবসান ঘটালেন তিনি নিজেই। বিহারের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে পা রাখলেন সংগীতশিল্পী। বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল তাঁকে নিজেই বিজেপির সদস্য পদ দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই চলছিল জল্পনা

প্রসঙ্গত, মৈথিলী ঠাকুর বিজেপিতে যোগ দেবেন কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তোলপাড় রাজনীতি। তবে জানা যাচ্ছে, মৈথিলী ঠাকুর এবার বিজেপিতে যোগদান করে আলিনগর বিধানসভার আসন থেকে নির্বাচনে প্রার্থীও হতে পারেন। গতকাল বিকেলে পাটনায় রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতেই তিনি পদ্ম শিবিরে পা রাখেন। তাই তাঁকে যদি প্রার্থী করা হয়, তাহলে দ্বারভাঙ্গা ও আলিনগর আসনের টিকিট পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

কে এই মৈথিলী ঠাকুর?

বলে দিই, মৈথিলী ঠাকুরের জন্ম হয় ২০০০ সালের ২৫ জুলাই। বর্তমানে তাঁর ২৫ বছর বয়স। তিনি বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বেশ কিছুদিন ধরেই তিনি দিল্লির নজফগড়ে বসবাস করছেন। তাঁর বাবা রমেশ ঠাকুর যিনি তাঁর সংগীত শিক্ষকও বটে। এবং তাঁর মা পূজা ঠাকুর। পাশাপাশি মৈথিলী ঠাকুরের দুই ভাই ঋষভ ঠাকুর এবং আয়াচি।

বিজেপিতে যোগদান করে মৈথিলী ঠাকুর এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, বিহারের মানুষকে আমি সেবা করতে চাই। লোকসংগীতের মাধ্যমে বিহারের মানুষের পাশে দাঁড়িয়েছি। তাই বিদেশেও যেতে চাইনি। এই সংস্কৃতিকেই আমি বহন করতে চাই। তবে আমি রাজনীতিতে যোগ দিতে চাই না। এমনকি রাজনীতি করতেও চাই না। আমি আমার অঞ্চলের মানুষদেরকে সেবা করতে চাই। সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে যদি রাজনীতি সহযোগিতা করে, তাহলে সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।

মৈথিলী ঠাকুরের মোট সম্পত্তির পরিমাণ কত?

সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, মৈথিলী ঠাকুর প্রতি শো থেকেই প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকা পারিশ্রমিক নেন এবং মাসে মোটামুটি ১২ থেকে ১৫টি শো করে থাকেন। আর তিনি সোশ্যাল মিডিয়া থেকেই প্রতি মাসে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করেন। সামগ্রিকভাবে তাঁর মাসিক আয় প্রায় ৯০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত। কারণ, তাঁর ইউটিউব চ্যানেলে বর্তমানে ৫.১ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এমনকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেও তিনি লক্ষ লক্ষ টাকা আয় করে থাকেন। রিপোর্ট অনুযায়ী, মৈথিলী ঠাকুরের মোট সম্পত্তি ১০ কোটি টাকার আশেপাশে।

আরও পড়ুনঃ ‘গণধর্ষণ নয়, গোটা ঘটনায় ধর্ষক একজনই!’ দুর্গাপুরের ধর্ষিতার বয়ানে ঘুরে গেল মোড়

উল্লেখ্য, নভেম্বর মাসে বিহারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর দুই দফায় হবে ভোট। আগামী ৬ এবং ১১ নভেম্বর ভোট হওয়ার কথা। আর ভোট গণনা হবে ১৪ নভেম্বর। তাই নির্বাচনের আগেই সংগীতশিল্পী মৈথিলী ঠাকুরের বিজেপিতে যোগদান যে রাজনীতিতে আরও আলোড়ন সৃষ্টি করেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join