প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক বছরে রাজ্যে রামনবমীকে (Ram Navami) ঘিরে এক চরম উন্মাদনা দেখা গিয়েছিল রাজ্য জুড়ে। পাল্লা দিয়ে বেড়েছে উত্তেজনাও। প্রতি বছর যেন এই উন্মাদনা এক চরম আকার ধারণ করে চলেছে। যার উদাহরণ সাম্প্রতিক অতীতে বেশ দেখা গিয়েছে। বিভিন্ন জায়গায় রামনবমীর সময় অশান্তি হয়েছে। বিতর্ক ছড়িয়েছে শাসকদল এবং বিরোধীদলের মধ্যে। পরিস্থিতি এতটাই ভয়ংকর রূপ নিয়েছে যে আদলতের নির্দেশে কয়েকটি ঘটনার তদন্তভার গিয়েছে এনআইএ-র হাতেও। এবারেও যাতে সেই পরিস্থিতির মুখোমুখি না হতে হয় তাই বেশ কিছু কড়া পদক্ষেপ নিল নবান্ন।
কড়া পদক্ষেপ রাজ্য সরকারের
আগামী ৬ এপ্রিল রামনবমী। হাতে সময় খুব কম। তাই বিদেশ সফরে যাওয়ার আগে রামনবমী নিয়ে গত বৃহস্পতিবার নবান্নে জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, এবারে রাম নবমীর দিনে নতুন করে কোনও মিছিলের অনুমতি দেওয়া হবে না। এবং কোনো জায়গায় যাতে রামনবমীকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি থানাকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এবারে রামনবমীকে কেন্দ্র করে একটি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
প্রশাসনকে সতর্ক থাকার নিদান রাজ্য সরকারের
তার কারণ কিছুদিন আগেই বাংলাদেশের পরিস্থিতি বেশ চরম আকার ধারণ করেছিল, এবার সেই প্রসঙ্গই হয়ত উঠতে পারে। এর পাশাপাশি আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে বিরোধী দল বিজেপিও রামনবমীকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই দেখছে। বাংলায় হিন্দুত্বের আরও জাগরণ করার চেষ্টা করবে। তাই সেদিক থেকে চলতি বছরের রামনবমী বেশ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। এদিকে এবারের রামনবমীর দিন রাজ্যে কয়েক লক্ষ লোক নামানোর হুঁশিয়াারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, বাধা দিতে এলে দেখে নেওয়া হবে।
আরও পড়ুনঃ বদলি থেকে পোস্টিং, এখন সব অনলাইনে! পুলিশ কর্মীদের জন্য নয়া বিজ্ঞপ্তি নবান্নর
এই প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রায় সব নেতাই বলেছেন, ” চলতি বছর রামনমবীর আয়োজনে কোনও ফাঁক থাকবে না।” শুভেন্দু কয়েক ধাপ এগিয়ে প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। এমতাবস্থায় রাজ্য সরকারও নিজেদের প্রস্তুতিতেও কোনও ফাঁক রাখতে নারাজ। তাই বৈঠকে জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের কয়েকটি নির্দিষ্ট বার্তা দিয়েছেন মুখ্যসচিব। এবার দেখার পালা রামনবমীর দিন রাজ্যে উত্তেজনামূলক পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করে সরকার।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |