প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৯ মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক তৃণমূল নেতার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফে এক বিজেপি কর্মীকে দল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে বাধ্য হয়ে তিনি বিজেপি ছেড়ে দেন। সেকথা লিখে জানানোর জন্য নির্যাতিতা মহিলাটি তৃণমূল পার্টি অফিসে মুচলেকা জমা দিতে যান। আর সেখানেই অভিযোগ ওঠে যে সেখানকার তৃণমূলের নেতা সহ আরও এক তৃণমূল কর্মী যৌন নির্যাতন করেন। নির্যাতিতার যৌনাঙ্গে স্টোনচিপস ও বালি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে (Narayangarh Sexual Abuse Case) ৷
এখনও অধরা মূল অভিযুক্ত
গোটা ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ওই মহিলার স্বামী নারায়ণগড় থানায় তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমনকি জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির তরফ থেকে বিক্ষোভও দেখানো হয়। আর সেই বিক্ষোভে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার না করে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে৷ এখনও অধরা নারায়ণগড়-কাণ্ডে মূল অভিযুক্ত। তাই এবার সেই ঘটনায় নির্যাতিতা মহিলার পাশে এসে দাঁড়াল জাতীয় মহিলা কমিশন।
কী বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য?
ঘটনার পর গতকাল নির্যাতিতার বাড়িতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। দীর্ঘক্ষণ তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে আলাদা করে তাঁর সঙ্গে নানারকম কথাবার্তা বললেন৷ গোটা বিষয়টি ঠিক কী হয়েছিল সেই নিয়েও নির্যাতিতা জাতীয় মহিলা কমিশনের সদস্যকে জানালেন। এরপর ওই জাতীয় মহিলা কমিশনের সদস্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, “আমি একটা মেয়ের জন্য এখানে এসেছি। কিন্তু এখানে এসে অন্তত ২০ জন মহিলার অভিযোগ পেলাম।” তিনি আরও বলেন যে, “সেই সকল মহিলারা প্রত্যেকেরই অভিযোগ ছিল যে, ওই ভদ্রলোক অত্যাচার করেছে ৷ ঘরে ঘরে আর্থিক তোলা, বাড়ি দখল করা থেকে শুরু করে মহিলাদের উপর শারীরিক নির্যাতন চালিয়েছে।”
আরও পড়ুনঃ লাইনে কাজ, ৪ দিন বন্ধ দিঘা যাতায়াতের সড়ক! নোটিশ দক্ষিণ পূর্ব রেলের, বিকল্প রাস্তা কী?
শেখ শাহজাহানের সঙ্গে তুলনা
এমনকি জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার ওই অভিযুক্ত তৃণমূল কর্মীর কার্যকলাপকে সন্দেশখালির শেখ শাহজাহান এর সঙ্গে তুলনা করে জানিয়েছেন যে, “ আমার মনে হচ্ছে সে যেন আরেক শেখ শাহজাহান৷ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় অঞ্চলের বেতাজ বাদশা।” এরপর ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরে তিনি মূল অভিযুক্ত তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে হাজির হন নারায়ণগড় থানায় । সেখানে পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খড়গপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি ।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।