১ কোটি চাকরি, মহিলাদের ২ লাখ টাকা! ইস্তেহারে বিহারবাসীকে প্রতিশ্রুতি NDA-র

Published:

NDA Manifesto For Bihar before Bihar Assembly Election 2025
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাস পেরোলেই বিহারে বিধানসভা নির্বাচন। আর তার আগে জনতাকে তুষ্ট করতে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক থেকে শুরু করে বিরোধী। একদিকে মহাজোট দাবি করেছে, বিহারের জনতা যদি তাদের ক্ষমতায় আনে, তবে জিতেই রাজ্যের সার্বিক উন্নয়ন করবেন তারা। তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমরা ক্ষমতায় এলে প্রত্যেক পরিবারের একজনকে চাকরি এবং মহিলাদের মাসিক আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য দেব। এবার সেই ইস্তেহারের পাল্টা স্তেহার প্রকাশ করে রাজ্যবাসীকে বড় কথা দিল নীতিশ কুমার সহ গোটা NDA জোট (NDA Manifesto For Bihar)।

নীতিশ কুমারদের ইস্তেহারে ভাবা হয়েছে নারীদের কথা

নভেম্বরের প্রথম ভোট পর্বের আগে শুক্রবার, কেন তাদের ভোট দেবে রাজ্যবাসী, সেই কারণ অর্থাৎ ইস্তেহার প্রকাশ করেছেন নীতিশ কুমার ও জেপি নাড্ডা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বিজেপি জোটের ওই ইস্তেহারে বিশেষ গুরুত্ব পেয়েছেন মহিলারা। নিতিশ কুমারদের প্রতিশ্রুতি, বিহারের জনতা যদি তাদের ফের ক্ষমতায় আনেন অর্থাৎ NDA কে বিশ্বাস করেন, তবে সিংহাসনে বসেই মহিলাদের স্বনির্ভরতার জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে তারা।

বিজনেস টুডের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার ভোটের সপ্তাহখানেক আগে নারীদের স্বনির্ভরতার লক্ষ্যে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের মধ্যে দিয়ে এক কোটি মহিলাকে লাখপতি করে তোলার পাশাপাশি ক্ষুদ্র মহিলা উদ্যোগপতিদের কোটিপতি হিসেবে গড়ে তোলারও আশ্বাস দিয়েছে নীতিশের জোট। ইস্তেহারে মহিলাদের অর্থায়নের কথা বলার পাশাপাশি রাজ্যের 1 কোটি যুবক-যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে NDA।

নীতিশ সহ বিজেপি জোটের দাবি, ক্ষমতা এলে বিহারে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত একটি সার্ভে হবে। ওই সার্ভে থেকে যোগ্যতার বিচারে দক্ষ যুবক যুবতীকে চাকরি পাইয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, তেজস্বীর প্রতিশ্রুতির পাল্টা প্রতিশ্রুতি হিসেবে বিহারের কৃষকদের কথা ভেবেছে NDA। বলা হয়েছে, একবার ক্ষমতায় আসতে পারলে প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধির অধীনে কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে বিহারের কৃষকদের প্রতি বছর 9 হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও রাজ্যের কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে 1 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে ক্ষমতাসিন সরকার।

অবশ্যই পড়ুন: বাংলায় SIR বিতর্কের জল গড়াল কলকাতা হাইকোর্টে!

শোনা যাচ্ছে, পুনরায় বিহারের সিংহাসনে বসতে পারলে রাজ্যটিতে 36,000 কিলোমিটার দীর্ঘ 7টি এক্সপ্রেসওয়ে তৈরি করবে NDA। তৈরি হবে তিনটি অত্যাধুনিক বিমানবন্দর এবং চার শহরে উন্নত মেট্রো স্টেশন। এসব ঘোষণার পাশাপাশি রাজ্যের শিল্প খাতে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে নীতিশ কুমার সহ বিজেপির জোট। NDA বলেছে, ‘বিরোধীদের মন ভোলানো প্রতিশ্রুতির মাঝে আমরা বিহারের সার্বিক উন্নয়নের জন্য কাজ করব।’

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join