শ্বেতা মিত্র, কলকাতা: দেশীয় রাজনীতিতে এখন একটা নাম বিরাট পরিমাণে ভাইরাল হচ্ছে। আর সেটা হল প্রবেশ ভর্মা। বিজেপির এই নেতা দিল্লি তথা দেশীয় রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছেন। কারণ তিনি হারিয়েছেন তিনবার মুখ্যমন্ত্রী হওয়া অরবিন্দ কেজরিওয়ালকে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। দিল্লিতে বিজেপিকে জয় পাইয়ে দিতে প্রবেশের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে এই বিজেপি নেতা কে এবং তিনি কত টাকার মালিক (Pravesh Verma Net worth)? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই লেখাটি রইল আপনার জন্য ।
কে এই প্রবেশ ভর্মা?
২০২৫ সালটা ভালো কিছু দিয়ে শুরু হয়েছে বিজেপির। দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে দল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে নয়াদিল্লি বিধানসভা আসনে। পরাজয় বরণ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল বিজেপির প্রবেশ সাহেব সিং ভার্মার কাছে পরাজিত হন। প্রবেশ ভার্মা পেয়েছেন ৩,১৮১ ভোটে। প্রবেশ ভার্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মার ছেলে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত এই আসনে কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এই আসনটি বিজেপি এবং প্রবেশ ভার্মা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, প্রবেশ ভার্মাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। জেনে নিন প্রবেশ ভার্মার রাজনৈতিক যাত্রা সম্পর্কে। প্রবেশ ভার্মা প্রাক্তন সিএম সাহেব সিং ভার্মার ছেলে। প্রবেশ সাহেব সিং ভার্মা ১৯৭৭ সালের ৭ নভেম্বর দিল্লিতে জন্মগ্রহণ করেন। প্রবেশ ভার্মার শিক্ষা দিল্লিতে হয়েছিল। তিনি আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছিলেন। তারপরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি এমবিএ অবধি করেছেন।
রাজনৈতিক জীবন
২০১৩ সালে কংগ্রেসের যোগানন্দ শাস্ত্রীকে পরাজিত করে মেহরৌলি থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রবেশ ভার্মার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীকালে, বিজেপি তাকে ২০১৪ সালে লোকসভার টিকিট দেয় এবং তিনি পশ্চিম দিল্লি আসন থেকে জয়ী হন। ২০১৯ সালে তিনি কংগ্রেস প্রার্থী মহাবল মিশ্রকে রেকর্ড সংখ্যক ভোটে পরাজিত করেছিলেন। সাংসদ হিসাবে, প্রবেশ ভার্মা সংসদ সদস্যদের বেতন ও ভাতা সম্পর্কিত যৌথ কমিটির সদস্য ছিলেন এবং নগরোন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটিতে কাজ করেছেন।
প্রবেশ ভার্মার সম্পত্তি | Pravesh Verma Net Worth
দিল্লি বিধানসভা নির্বাচনের সময় প্রবেশ ভার্মা তার হলফনামায় তার সম্পত্তির খতিয়ান তুলে ধরেছিলেন। যেখানে বলা হয়েছে যে তাঁর ৯৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর অস্থাবর সম্পত্তি রয়েছে ৭৭ কোটি ৮৯ লক্ষ টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ১১ কোটি ২৫ লক্ষ টাকা। তাঁর স্ত্রী স্বাতী সিংয়ের ১৭ কোটি ৫৩ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি এবং ৬ কোটি ৯১ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
স্বামী স্ত্রী মিলিয়ে মোট ১১৩ কোটির সম্পত্তি রয়েছে প্রবেশের। এছাড়াও শেয়ারে তিপান্ন কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার। বিলাসবহুল বাড়ি ছাড়াও রয়েছে লাক্সারি গাড়ি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |