প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: প্রায় ১৭ বছরের পুরোনো মামলা ফের উঠে এল আদালতের কাঠগড়ায়। তাও আবার মৃত্যুদণ্ডের আবেদন নিয়ে। জানা গিয়েছে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরের (Sadvi Pragya Thakur) মৃত্যুদণ্ডের আবেদন জানাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলার তদন্তের ভিত্তিতে এনআইএ এই আবেদন জানিয়েছে। তবে শুধু প্রজ্ঞা নয়, মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে আরও ছয় জন অভিযুক্তের নামেও।
মৃত্যুদণ্ডের আবেদন NIA এর
জানা গিয়েছে প্রায় ১৭ বছর আগে অর্থাৎ ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর নাসিক জেলার মালেগাঁওয়ে যেটি কিনা মুম্বই থেকে প্রায় ২৭০ কিমি দূরে অবস্থিত সেখানে একটি ভয়াবহ বিস্ফোরণ হয়। কেঁপে উঠেছিল গোটা মুম্বই। ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল ছয়জন মুসলিম এবং আহত হয়েছিল ১০০ জনেরও বেশি মানুষ। আর এই গোটা বিস্ফোরণ এর পরিকল্পনার অভিযোগে ওঠে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সাধ্বী প্রজ্ঞা ও ভারতীয় সেনার কর্নেল পুরোহিতের বিরুদ্ধে। এমনকি ভারতে ‘হিন্দু সন্ত্রাসবাদ’ শাখা বিস্তারের অভিযোগও ওঠে। আর ঠিক তখনই তাঁদেরকে গ্রেফতার করা হয়।
নাশকতা চালানোর অভিযোগ!
এরপর সেই হামলার পর তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। কিন্তু ২০১১ সালে তখন এই মালেগাঁও বিস্ফোরণের তদন্ত ভার চলে যায় জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA এর হাতে। তদন্তকারীদের দাবি, ওই বিস্ফোরণের নেপথ্যে রয়েছেন সাধ্বী প্রজ্ঞা, কর্নেল পুরোহিত-সহ ওই সাত অভিযুক্ত। ‘অভিনব ভারত’ নামের একটি জঙ্গি সংগঠন তৈরি করে নাশকতা চালানোর অভিযোগও আনা হয় এঁদের বিরুদ্ধে। প্রায় ১৭ বছর ধরে চলে আসছে তদন্ত। আর এই আবহে NIA মুম্বইয়ের বিশেষ আদালতে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ সহ আরও ছয় জন অভিযুক্তের নামে মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুনঃ সন্ত্রাস রুখতে একজোট বিশ্বের শীর্ষ নেতারা! ভারতের পাশে নেতানিয়াহু, ম্যাক্রোঁ, মেলোনি
এদিন আদালতে সেই মামলা নিয়ে বিচারক এ কে লোহটির এজলাসে প্রায় দেড় হাজার পাতার রিপোর্টে সাধ্বী প্রজ্ঞা, কর্ণেল প্রসাদ পুরোহিত, অজয় রোহিরকর, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পাণ্ডে, সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদীর বিরুদ্ধে ইউপিএর ১৬ এবং ১৮ ধারা ও ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩০২, ৩০৭, ৩২৪,৩২৬, ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে NIA এর তরফে। উল্লেখ্য, এই মামলায় সাক্ষী দিয়েছেন ২৯১ জন। যদিও এই মামলার শুনানি শেষ হলেও বিচারক রায়দান এখনও স্থগিত রেখেছেন। আগামী ৮ মে এই মামলার রায় ঘোষণা হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |