ভূপতিনগরে দুই তৃণমূল নেতাকে ধরতেই হামলা! ED-র পর বাংলায় আক্রান্ত NIA

Updated on:

nia

এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর যেন হয়ে উঠল দ্বিতীয় সন্দেশখালি। লোকসভা ভোটের আবহে যখন তপ্ত হয়ে রয়েছে বাংলার মাটি তখন ঠিক সেই সময়ে আক্রান্ত হল আরও এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। হ্যাঁ ED-র পর এবার আজ শনিবার আক্রান্ত হলেন এনআইএ-র আধিকারিকরা।

ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হলেন এনআইএ-র আধিকারিকরা। ইট দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ভোটের মুখে এহেন ঘটনাকে কেন্দ্র করে বাংলায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। হাইকোর্টের নির্দেশে ভূপতিনগরে বিস্ফোরণ-মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হলেন এনআইএ-র আধিরকারিকরা। জিজ্ঞাসাবাদের জন্য দুই তৃণমূল কর্মীকে নিয়ে আসার সময় এই হামলা বলে দাবি NIA-র। মাথা ফাটল এক আধিকারিকের। বলাই মাইতি ও মনোব্রত জানাকে নিয়ে আসার সময় হামলা। এর আগেও দুজনকে তলব করেছিল এনআই।

সঙ্গে থাকুন ➥
X