‘কোনও টাকা লাগবে না, আমরা আইনজীবী দেব’, চাকরিহারাদের আশ্বাস শুভেন্দুর

Published:

Updated:

suvendu adhikari ssc recruitment scam
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিহারাদের চোখে এবার নতুন আসার আলো জ্বলছে। আর সেই আলো জ্বালালেন শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ হারানো (SSC Recruitment Scam) হাজার হাজার শিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালো এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিহারাদের একাংশ আজ সরাসরি দেখা করলো শুভেন্দুর সঙ্গে। তারা জানান যে, তারা আইনি লড়াই চালিয়ে যেতে চান, কিন্তু আর্থিক সমস্যা তাদের পিছনে ঠেলে দিচ্ছে। আর সেখানেই আশ্বাসের সুর গাইলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, “কোন টাকা লাগবে না, আমরা আইনজীবী দেব। আপনারা লড়াই চালিয়ে যান।”

চাকরিহারা কর্মীদের বর্তমান অবস্থা

চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-প্রশিক্ষক কর্মীর জীবন এখন কার্যত দুর্বিষহের মধ্যে পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার শুভেন্দুর সঙ্গে দেখা করেন তাদের একাংশ। আইনি সহায়তার জন্য তারা আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতার কাছে। শুভেন্দু জানান, “আমরা বিজেপির বিধায়করা নিজেদের এক মাসের বেতন দিয়ে আপনাদের আইনি লড়াইয়ে সাহায্য করবো। কোনরকম টাকা লাগবে না।” শুভেন্দুর কথায় স্পষ্ট বার্তা, এই নিয়োগ বাতিলের পিছনে সরকারের প্রচুর গাফিলতি ধরেছে। তিনি দাবি করেন, “১৬ বার মামলার শুনানি হয়েছে। যোগ্যতার তালিকা দিলে এই দৃশ্য দেখতে হতো না।”

মুখ্যমন্ত্রীর পাল্টা বার্তা

অন্যদিকে আজ নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ ছাড়েন। তিনি বলেন, “প্রাণ থাকতে আমি কাউকে চাকরি খোয়া যেতেদেব না। আইন আপনাদেরকে সুরহা দেবে।” তিনি চাকরিহারাদের আত্মবিশ্বাস দেন, “আপনাদের কারো কাছে ভিক্ষা করে খেতে হবে না। স্বেচ্ছাশ্রম দিন, বাচ্চাদের মানুষ করুন। নতুন করে পরীক্ষা নিতে বলছেন? আগে জানা দরকার এই ২৬ হাজার চাকরিহারাদের ব্যাখ্যা কী হবে।”

আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত

যদিও শুধু আশ্বাস দিয়েই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ১৫ই এপ্রিলের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা যদি সুপ্রিম কোর্টে পেশ না করা হয়, তাহলে ২১শে এপ্রিল লক্ষাধিক মানুষ পতাকা ছাড়া নবান্নের দিকে হাঁটবে।” তিনি স্পষ্ট করে দেন, “পতাকা ছাড়াই যাব। জেলে যেতে হলে যাব। কিন্তু শিক্ষকদের এই অসম্মান মেনে নেব না।” তিনি আরো অভিযোগ করেন, “নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কথা শুনতেই চাননি। বেশিরভাগ চাকরিহারারা ভিতরে ঢুকতে পারেনি।”

আরও পড়ুনঃ পথ খুলল বাংলাদেশ, ভারতের চিকেন নেকের পাশে ভয়ঙ্কর প্ল্যান চিনের!

আইনি লড়াইয়ের পথে দুই শিবিরের বার্তা

একদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাস আইনের পথে লড়াই করে চলতে হবে। তাহলে কেউ পথে বসবে না। আবার অন্যদিকে বিরোধী দলনেতার কঠোর হুঁশিয়ারি। আইনজীবী দেব, টাকা দেব, আন্দোলনে শামিল হব। চাকরিহারাদের এই সংকটে রাজনৈতিক প্রতিবাদ, আশা, হতাশা সব মিলিয়ে এক টালমাটাল অবস্থা। এখন তাঁদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join