প্রীতি পোদ্দার, ইম্ফল: গত কয়েকদিন ধরে ফের উত্তপ্ত হয়ে উঠছে মণিপুরের (Manipur) পরিস্থিতি। সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, মোট ৬ জন মেতেইকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে কুকিদের বিরুদ্ধে। আর এই গোটা পরিস্থিতিতে সরকার এর দিকে আঙুল তোলা হয়েছে মেঘালয়ের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিরুদ্ধে। আর এই আবহেই মণিপুরের বিজেপির নেতৃত্বাধীন NDA সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ NPP।
বিজেপি সরকারের সমর্থন প্রত্যাহার করেছে NPP
শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে মণিপুরের এক নদী থেকে দুই অপহৃত মেতেইয়ের মুণ্ডহীন দেহ উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে এখন ছিলেন ২ বছরের এক শিশু এবং অপরটি হল এক ঠাকুমার দেহ। আর ঠিক তার পরেই জানা যায়, মণিপুরের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করেছে এনপিপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে NPP প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানান, “আমরা মনে করি বীরেন সিং এর নেতৃত্বাধীন মণিপুর সরকার সমস্যা মিটিয়ে স্বাভাবিক জীবন ফেরাতে ব্যর্থ হয়েছেন। তাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বীরেন সিং সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছে NPP।”
তবে কি সরকার ভাঙতে চলেছে?
যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে NPP সমর্থন তুলে নেওয়ার ফলে কি এবার এন বীরেন সিং এর নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন হবে? তবে সেই সম্ভাবনা যে একদমই নেই তা রীতিমত স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ NPP এর সাত বিধায়কের সমর্থন ছাড়াই বীরেন সরকার সংখ্যাগরিষ্ঠ। তবে এনপিপির সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বিজেপির জন্য খুবই অস্বস্তিকর। কারণ এর ফলে বিরোধীদের সমালোচনা আরও মান্যতা পেল।
ইতিমধ্যেই মণিপুরের রাজধানী ইম্ফলের বেশ কয়েকটি এলাকায় জারি হয়েছে কারফিউ। হিংসা থামাতে আগামী দুদিন রাজ্যের অন্তত সাতটি জেলায় বন্ধ থাকবে মোবাইলের ইন্টারনেট পরিষেবাও। শুধু তাই নয়, মণিপুরের পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠার ফলে নিজের নির্বাচনী প্রচারসভা বাতিল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেহেতু শনিবার থেকে মণিপুর আরও অশান্ত হয়ে পড়েছে তাই বিদর্ভের সভাগুলো বাতিল করে দিয়ে নাগপুর থেকে ফের দিল্লির পথে পাড়ি দিয়েছে অমিত শাহ।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |