প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষা মাত্র আর কিছুদিনের। আগামী ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে। আর তাই এই নিয়ে রাজ্য প্রশাসনের তৎপরতা এখন বেশ তুঙ্গে। পুণ্যার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে তেমনই বিশেষ অতিথিদের জন্যেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এই তোড়জোড়ের মাঝেই এবার একই দিনে মুর্শিদাবাদ ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দিরগুলির সংস্কারের উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির (BJP)। যা নিয়ে রাজনৈতিক ময়দানে এবার বড় ঝটকা লাগতে চলেছে।
মন্দির নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
বিজেপি যে শুধু হিন্দুদের নিয়ে কথা বলে, সেই নিয়ে সব বিরোধী রাজনীতি দলগুলোই অভিযোগ করে আসে। আর এই আবহেই সমস্ত কটাক্ষ উড়িয়ে এবার আগামী ৩০ এপ্রিল দিঘার মন্দির উদ্বোধনের দিনই মন্দির নিয়েই ভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিজেপি। সংস্কার করা হবে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত মন্দিরগুলি। শুভেন্দু অধিকারি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল, ২০২৫, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে।”
রাজ্য সরকারের থেকে কোনো সাহায্য নয়!
এছাড়াও এদিন শুভেন্দু অধিকারী আরও লিখেছেন যে, “সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। তবে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হচ্ছে না। সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ।” এদিকে বঙ্গে দুই দলের একই দিনে মন্দির সংস্কারকে ঘিরে লড়াই রীতিমত রাজনৈতিক ময়দানে এক চাপা উত্তেজনা তৈরী হয়েছে।
আরও পড়ুনঃ মে মাসে ৪ দিন করে দু’বার ছুটি! পোয়াবারো সরকারি কর্মীদের, দেখুন নবান্নের হলিডে লিস্ট
অনেকের মতে, মুর্শিদাবাদের ওয়াকফ অশান্তি মেরুকরণের রাজনীতিতে বিজেপিকে জায়গা দিয়েছে। ফলে সেই মুর্শিদাবাদকে আঁকড়ে মেরুকরণের শিকড়কে আরও গভীরে নিয়ে যেতে চায় বিজেপি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, “যে সব মন্দির ভেঙে দেওয়া হয়েছে, সেগুলিতে আমরা পুজো শুরু করব।” অন্যদিকে ওইদিনই দিঘায় নবনির্মিত মন্দিরের অদূরে একটি সনাতনী সভা হওয়ার কথা হবে বলে জানা গিয়েছে। তাই সেই সভার অনুমতি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।