বিতানের সন্তানের দায়িত্ব নিলেন শুভেন্দু, গাজা ট্রিটমেন্টের দাবি বিরোধী দলনেতার

Published on:

Pahalgam Attack

প্রীতি পোদ্দার, কলকাতা: গত মঙ্গলবার, কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) পর্যটকদের সঙ্গে জঙ্গিদের হত্যালীলার ঘটনা গোটা দেশ জুড়ে কার্যত ক্ষোভের সঞ্চার তৈরি হয়েছে। গতকাল সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে সকাল সকাল বিমানবন্দরে নেমে দফায় দফায় বৈঠকের আসর শুরু হয় নয়া দিল্লিতে। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জলচুক্তি থেকে শুরু করে সীমান্তে নিষেধাজ্ঞা, ভিসা বাতিল একের পর এক কড়া সিদ্ধান্ত জারি করেছে মোদি সরকার। দেশ জুড়ে প্রত্যাঘাতের দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে। এরই মধ্যে এবার জঙ্গি হামলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

শ্রদ্ধার্ঘ্য মিছিলের আয়োজন বিজেপি-র

কাশ্মীর উপত্যকায় নৃশংসতার খবর এখন গোটা দুনিয়ার নজর কেড়েছে। প্রতিবাদ স্বরূপ একাধিক জায়গায় শুরু হয়েছে মোমবাতি মিছিল। আর জঙ্গিদের এই নক্কারজনক হামলার প্রতিবাদে গতকাল মৌলালি থেকে শিয়ালদহ পর্যন্ত শ্রদ্ধার্ঘ্য মিছিলের আয়োজন করেছিল শুভেন্দু অধিকারী। আর সেই মিছিলেই এবার তিনি কাশ্মীরের ঘটনার সঙ্গে মুর্শিদাবাদে ওয়াকফ দাঙ্গা পরিস্থিতির তুলনা করলেন। এমনকি কাশ্মীরে মুর্শিদাবাদের মতোই ‘হিন্দু নিধন’ হয়েছে বলে দাবিও তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একজোট হওয়ার আহ্বান শুভেন্দুর

এদিন শ্রদ্ধার্ঘ্য মিছিল থেকে শুভেন্দু অধিকারী বলেন, “পহেলগাঁওতে গোটাটাই হিন্দু নিধন হয়েছে। বিতান অধিকারীর স্ত্রী বলেছেন হিন্দু কিনা জিজ্ঞেস করা হয়েছে তাঁর স্বামীকে। কলমা পড়তে বলা হয়েছিল। হিন্দু হওয়ায় স্বাভাবিকভাবেই কলমা জানার কথা নয়। তারপরই গুলি চালিয়ে মেরে দিয়েছে। সমীর গুহর স্ত্রী বলেছেন স্বামীর হাতে লাল ডোর ছিল, হিন্দু বলে তাই মেরে দিয়েছে। মণীশের ভাইও একই কথা বলেছেন।” এছাড়াও এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার বিরোধিতা করে সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।

গাজা ট্রিটমেন্টের দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী এদিন বলেছেন যে, “জঙ্গি হামলার প্রতিবাদে রাজ্যের রাষ্ট্রবাদী সনাতনীরা কালো ব্যাজ লাগিয়ে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। তবে এখানে কোনো রাজনৈতিক রং লাগাতে দেবেন না। কোনো রাজনৈতিক দলের ডাকের অপেক্ষায় থাকবেন না।” তবে এদিন তিনি তাঁর মন্তব্যে টেনে আনলেন মুর্শিদাবাদের প্রসঙ্গ। মুর্শিদাবাদ ও কাশ্মীরে একই মডেল। মহিলা শিশুদের সরিয়ে রেখে খুন করা হয়েছে। রাজনীতি পরে হবে, নির্বাচন অনেক দূরে। আগে আমরা সনাতনী, আমরা বদলা চাই। জঙ্গিদের ঝাঁঝরা করে দিক ভারতীয় সেনা।” এমনকি জঙ্গিদের প্রতিরোধের জন্য গাঁজা ট্রিটমেন্টের দাবিও করেন। তাঁর মতে, “ইজরায়েল যেমন গাজাকে সাফ করে দিয়েছে, তেমনই করা উচিত। জয় নেতানিয়াহু!”

আরও পড়ুনঃ আতঙ্কে পহেলগাঁও হামলার মূলচক্রী, মিডিয়ায় কাঁদো কাঁদো সুর সাইফুল্লার! ভাইরাল ভিডিও

এদিন বিজেপি-র এই শ্রদ্ধার্ঘ্য মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন অর্জুন সিং,তাপস রায়। গতকালই কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটক বেহালার সখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর মরদেহ কলকাতায় ফেরে। এবং তাঁদের মরদেহ নিতে আগে থেকেই সেখানে অপেক্ষা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুকের বিজেপি সাংসদ অগ্নিমিত্রা পালসহ আরও অনেকে। হাউহাউ করে কেঁদে ফেলেন বিতানের স্ত্রী। চোখের সামনে স্বামীর মৃত্যু যন্ত্রণায় রীতিমত ভেঙে পড়েন তিনি। পাশে দাঁড়িয়ে বিতানের ছোট্ট ছেলে। আর সেখান থেকেই শুভেন্দু অধিকারী বিতানের ছোট্ট সন্তানের পড়াশোনার সব দায়িত্ব নেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥