জামিনে মুক্তি পেয়ে প্রথমবার মুখ খুললেন পার্থর বান্ধবী, কোর্ট থেকে বেরিয়ে বড় বয়ান অর্পিতার

Published on:

arpita mukherjee recruitment scam

কৌশিক দত্ত, কলকাতাঃ নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। ৮৫৭ দিন পর ২৫ নভেম্বর ২০২৪ সালে জামিনে মুক্ত পান পার্থর বান্ধবী অর্পিতা। তবে ভাগ্যের শিকে ছেঁড়েনি পার্থর। তিনি এখনও জেলবন্দি। আর এরই মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতার ইডির আদালতে শুরু হয়েছে নিয়োগ কাণ্ডের চার্জশিট গঠনের প্রক্রিয়া। এই মামলায় আজ সোমবার ইডির বিশেষে আদালতে হাজির হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। তবে এই মামলার আরেক অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র এদিন উপস্থিত ছিলেন না। তিনি অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি হয়েছেন। আর এই কারণেই চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

জামিনের পর প্রথমবার মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়

সোমবার আদালত থেকে বেরোনোর সময় জামিন প্রাপ্ত অর্পিতা মুখোপাধ্যায় বলেন, ‘বিচারব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে। আশা রাখছি যোগ্য বিচার পাব।’ অর্পিতার জেল মুক্তি হলেও এখনও গারদের পিছনে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনিও আদালত থেকে বেরোনোর সময় মুখ খোলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ। এত কিছুর পরেও যারা আমার পাশে রয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’

কথা বলেননি অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়

পার্থ, অর্পিতা এদিন আদলত থেকে বেরিয়ে নিজেদের মতো দাবি করলেও একে অপরের সঙ্গে কথা বলেননী। আর এই নিয়ে চারিদিকে কৌতূহলও সৃষ্টি অয়েছে। বলে দিই, পার্থ চট্টোপাধ্যায়ের বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকেই প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর এরপরেও দুজনা গ্রেফতার হন। অভিনেত্রী অর্পিতার ফ্ল্যাট থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হওয়ার পর থেকেই ‘অপা’র প্রেম কাহিনী চারিদিকে চর্চার বিষয় হয়ে ওঠে। এমনকি শান্তিনিকেতনে দুজনার নামে একটি বাংলো বাড়িও পাওয়া গিয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥