জেলবন্দি পার্থ, ওদিকে ভাড়া দেওয়া হতে পারে তাঁর বাড়ি! তৎপরতা তুঙ্গে

Published on:

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: টানা ১ বছর ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন স্কুল সার্ভিস কমিশনের এই মামলা। কিন্তু এবার সেই মামলার শুনানিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে, কারা যোগ্য, কারা অযোগ্য এটা বাছাই করতে অপারগ স্কুল সার্ভিস কমিশন৷ তাই ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেলই বাতিল করা হয়েছে৷ একদিকে যখন চাকরিহারাদের কান্নায় গোটা রাজ্যের মাটি কেঁপে উঠছে, ঠিক সেই সময়ই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এই খবর শুনে সম্পূর্ণ নীরব হয়ে গিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তালাবন্ধ হয়ে রয়েছে পার্থের প্রিয় ‘ইচ্ছে’

এখনও জেলমুক্ত হননি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিন বছর আগে ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় তিনি শিক্ষামন্ত্রী পদে ছিলেন। একইদিনে গ্রেফতার হয়েছিলেন পার্থর ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার পরেই গ্রেফতার হয়েছিলেন অর্পিতা। পার্থ-অর্পিতার গ্রেফতারির পরই একে একে বন্ধ হয়ে যায় তাঁদের সকল বাড়ি আবাসন। যার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ কলকাতার কসবায়, রাজডাঙ্গা রোডে অবস্থিত প্রাসাদোপম বাড়ি ‘ইচ্ছে’। আগে এই বাড়িটির একটি অংশ অনুষ্ঠান বাড়ি হিসাবে ভাড়া দেওয়া হত। এবং বাড়িটির অন্য অংশে সিনেমা সিরিয়ালের শুটিং হত। কিন্তু পার্থর গ্রেফতারিতে সবকিছু চুকে গিয়েছে। প্রায় তিন বছর ধরে বাড়িটি তালা বন্ধ হয়ে আছে।

ফের কি ভাড়া দেওয়া হবে পার্থের বাড়ি?

আগে যাও বা এই বাড়িতে নিরাপত্তারক্ষী, কেয়ার-টেকার আসা যাওয়া করত, এখন তারাও নেই। বেশ কয়েকবার চুরিও হয়েছে এই বাড়িতে। নিউজ ১৮ এর প্রতিবেদন অনুযায়ী, ইদানিং সেখানকার স্থানীয়রা জানাচ্ছে ফের রঙিন রূপে ধরা দিতে চলেছে পার্থের সাধের বাড়ি ইচ্ছে। তাঁরা জানিয়েছেন এখন বাড়িটায় বহু মানুষের আনাগোনা শুরু হয়েছে। চলছে ভিতরে বাড়ি মেরামতির কাজ, ইলেক্ট্রিকের কাজ। পাশাপাশি নতুন কেয়ার-টেকার, নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। তাতেই প্রশ্ন উঠছে তবে কি ফের ‘ইচ্ছে’ তে অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হতে চলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ সরকারি চাকরির পরিকাঠামো নিয়ে বিস্ফোরক সুপ্রিম কোর্ট

তবে এখনও পার্থ চট্টোপাধ্যায় এর সাধের এই বাড়িটি নিয়ে কোনো সঠিক তথ্য মেলেনি। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়। তবে পার্থের জামিন আপাতত নেই। গত বৃহস্পতিবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবি‌আইয়ের মামলায় পার্থের আইনজীবী বিপ্লব গোস্বামী পার্থের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন। ওএমআর শিট সংক্রান্ত বিষয় নিয়েও উঠে এসেছে প্রসঙ্গ। কিন্তু পার্থের আইনজীবীর স্পষ্ট বক্তব্য এই অভিযোগ ভূত। তাই তিনি ফের পার্থের জামিনের আবেদনে করেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group