জেলমুক্তি পেতে মরিয়া পার্থ! নিয়োগ দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চান আদালতে

Published:

Partha Chatterjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতির মামলাকে কেন্দ্রীয় করে এখনও জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। ২০২২ সালে পার্থ এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। এর পর গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। যদিও সেই সবকটি মামলার জামিন মঞ্জুর করেছিলেন পার্থ। কিন্তু তবুও তিনি জেলবন্দী। তাই তাঁর এই বন্দী দশা দূর করতে বড় সিদ্ধান্ত নিলেন পার্থ।

জেল থেকে এখনই মুক্তি নয় পার্থের

কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি, সিবিআইয়ের সব মামলায় জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গত ২৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সব ক্ষেত্রে জামিন পেলেও এখনও জেলেই বন্দী পার্থ। আসলে সুপ্রিম কোর্টের একটি শর্তের জন্য জেল থেকে এখনও বেরতে পারেননি তিনি। আসলে গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, চার সপ্তাহের মধ্যে চার্জ গঠন করবে নিম্ন আদালত। তার পরে ২ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি নথিবদ্ধ করতে হবে। এইসব প্রক্রিয়া শেষ হলে তবেই পার্থকে জেল থেকে ছাড়া হবে। কিন্তু এবার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য তেড়ে ফুরে উঠলেন পার্থ, বিচারকের সামনেই বিস্ফোরক মন্তব্য করলেন।

আদালতে বিস্ফোরক মন্তব্য পার্থের?

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার, আলিপুর বিশেষ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ভার্চুয়ালি অংশ নেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া নিয়ে বেশ উষ্মা প্রকাশ করেন তিনি। বিচারককে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয় তার জন্য দরকারে নিজের হয়ে নিজেই সওয়াল করব। আমার গ্রুপ সি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, যেভাবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া টেনে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কিছু বোঝা যাচ্ছে না।” এছাড়াও তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়ায় তাঁর সঙ্গে যুক্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করায় বিলম্ব হচ্ছে বিচার প্রক্রিয়া। আর তাই জেল থেকে মুক্তি হচ্ছে না।”

আরও পড়ুন: বাঁশির নয়, এবার গান শুনিয়ে বাড়ি ময়লা নেবে কলকাতা পুরসভা

প্রসঙ্গত, ২০২২ সালে জুলাই মাসে প্রথম স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তারপর থেকে এখনও জেলেই রয়েছেন। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি হয়ে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এবার জেল থেকে বেরতে মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তাই নিজের পক্ষেই নিজে সওয়াল করতে চান বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আদালতে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join