সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল ঘোষিত হয়েছে নোবেল শান্তি পুরস্কার 2025। আর এবার বিশ্বের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভেনিজুয়েলার বিখ্যাত বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। তবে সেই প্রসঙ্গ টেনেই এবার কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র সিং রাজপুত বলেছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও (Rahul Gandhi) দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই লড়ছেন।
কী বললেন কংগ্রেসের মুখপাত্র?
গতকাল নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র সিং রাজপুত। সেখানে তিনি বলেছেন, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রীকে। সেই সূত্রে উত্তরপ্রদেশের রায়বেরেলির সাংসদ গান্ধীও এই পুরস্কারের জন্য যোগ্য। সংবিধান রক্ষা করার জন্য ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রীকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল। তাহলে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাহলে তিনিও তো এই পুরস্কারের জন্য যোগ্য!
इस बार का नोबल शांति पुरस्कार वेनेजुएला की विपक्ष की नेता को मिला है संविधान की रक्षा करने के लिये।
हिंदुस्तान 🇮🇳 के विपक्ष के नेता श्री राहुल गांधी देश के संविधान को बचाने की लड़ाई लड रहे है । pic.twitter.com/xcgfkJixlZ— Surendra Rajput (@ssrajputINC) October 10, 2025
প্রসঙ্গত জানিয়ে রাখি, নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার ভেনিজুয়েলার বিরোধী দলনেত্রী 58 বছর বয়সী মাচাদোকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন। আর বিবৃতিতে বলা হয়েছে, ভেনিজুয়েলার শান্তি প্রতিষ্ঠা, সেখানকার জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার চেষ্টা চালানোর জন্যই মাচাদোকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। এমনকি এও বলা হয়েছে, ভেনিজুয়েলার বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার জন্য মাচাদো যথেষ্ট চেষ্টা করেছেন। মানসিক ও অর্থসংকটের মধ্যে দাঁড়িয়েও তাঁর এই প্রচেষ্টার জন্যই সর্বোচ্চ সম্মান।
এনডিএ-র বিরুদ্ধে অভিযোগ
তবে এদিকে উত্তরপ্রদেশের সাংসদ গান্ধী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকারের সমালোচনার শিকার হয়ে আসছেন। তিনি অভিযোগ করেছেন, গেরুয়া দল ভারতের সংবিধানকে দিনের পর দিন আক্রমণ করছে, আর দেশের গণতন্ত্রকে একেবারে ধূলিসাৎ করার চেষ্টা চালাচ্ছে। গান্ধী বারবার বলেছেন যে, তিনি ভারতের সংবিধান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য লড়াই চালাচ্ছেন।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে একা পেয়ে খাস কলকাতায় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ
তবে বিজেপি তাঁর বক্তব্যকে তোয়াক্কা না করে বলেছে, প্রাক্তন কংগ্রেসের সভাপতি ভারত বিরোধী শক্তির চাবিকাঠি হয়ে উঠছে। আর শাসকদল বার বার গান্ধীর বিরুদ্ধে সব জায়গায় ভারতের বিরোধিতা করার অভিযোগ তুলেছে। তবে কংগ্রেস মুখপাত্র সুরেন্দ্র সিং রাজপুতের এহেন বক্তব্য ঠিক কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোড় সমালোচনা।