পিছিয়ে গেলেন ইন্দিরা গান্ধী! একটানা প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি

Published on:

Narendra Modi

প্রীতি পোদ্দার, কলকাতা: সাধারণত দেশের প্রধানমন্ত্রী হলেন ভারতের প্রজাতন্ত্রীয় সরকারের প্রধান। এককথায় বলা যায় প্রধানমন্ত্রী হলেন ভারতীয় সংসদের নিম্নকক্ষ, লোকসভা এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং বিশ্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জনের পর থেকে এখনও পর্যন্ত জনগণের নির্বাচনের মাধ্যমে মোট ১৪ জন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এবার সেই তালিকায় নয়া নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নয়া রেকর্ড নরেন্দ্র মোদীর

বিজেপির দেওয়া রিপোর্ট অনুযায়ী স্বাধীনতার পর থেকে অর্থাৎ ১৯৪৭ সাল থেকে ১৯৬৪ পর্যন্ত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। যা ভারতের প্রধানমন্ত্রীর তালিকায় সর্বশ্রেষ্ঠ। তবে এবার একটানা সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নরেন্দ্র মোদি। নিমেষেই ভেঙে দিলেন জওহরলাল নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর রেকর্ড। ইন্দিরা গান্ধী যেখানে একটানা ১১ বছর ৫৯ দিন দেশে রাজত্ব করেছি সেখানে নরেন্দ্র মোদি একটানা ১১ বছর ৬০ দিনের রেকর্ড গড়ল।

মুখ্যমন্ত্রীর পর প্রধানমন্ত্রী হিসেবে নয়া রেকর্ড

জানা গিয়েছে, নরেন্দ্র মোদিই হলেন প্রথম এবং একমাত্র অ-কংগ্রেসি নেতা যিনি দু’টি পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন এবং দু’বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনঃনির্বাচিত হয়েছেন। যার ফলে তিনিই একমাত্র অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী যিনি লোকসভায় এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ২০১৪ সালের ২৬ মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ২০০২ সালে গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন দাঙ্গার ঘটনায় তাঁর প্রশাসন সমালোচিত হওয়ায় ভারত ও বিদেশে তার সমালোচনা হয়। পরে যদিও গুজরাতের অর্থনৈতিক উন্নতির বৃদ্ধির ফলে তাঁর আর্থিক নীতি বেশ প্রশংসিত হয়েছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এরপর ৩০ মে ২০১৯-এ রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার শপথগ্রহণ করেছিলেন। এবং পরে তৃতীয়বার ২০২৫ সালের ২৫ জুলাই শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই থেকে টানা দেশের ক্ষমতার কুর্সিতে অধিষ্ঠিত তিনি। একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানোর সঙ্গেই নিজের দলও বেশ সুন্দরভাবে চালনা করছেন তিনি। অর্থাৎ প্রয়াত জওহরলাল নেহেরুর পর প্রধানমন্ত্রী মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছেন।

আরও পড়ুন: আবেদন মানা হল SSC-র! সেপ্টেম্বরেই হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ফলপ্রকাশ অক্টোবরে

তালিকায় নাম রয়েছে আরও দুই প্রধানমন্ত্রীর

অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রীর তালিকায় প্রথম পাঁচে নাম রয়েছে মনমোহন সিং এবং অটলবিহারী বাজপেয়ী। যেখানে মনমোহন সিং এর প্রধানমন্ত্রীর সময়সূচি ছিল ১০ বছর ৪ দিন এবং অটলবিহারী বাজপেয়ীর সময়সীমা ছিল ৬ বছর ৬৪ দিন। সেক্ষেত্রে এইমুহুর্তে জয়জয়কার অবস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে ভি রেকর্ড উপভোগ করার দিনে দেশে নেই মোদি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইংল্যান্ডের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেই উপলক্ষে ব্রিটেনে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আজ মালদ্বীপ সফরে গিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group