কয়েক মাসে বেহাল ১৪০ কোটির রাস্তা! বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের দুর্দশা ঘিরে বিক্ষোভ

Published:

Bankura
Follow

প্রীতি পোদ্দার, বাঁকুড়া: রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বরাবরই পরিচিত বাঁকুড়া (Bankura) -ঝাড়গ্রাম সড়ক। কিন্তু এখন সেই রাস্তার বর্তমান চিত্র কার্যত হতাশাজনক। প্রায় ১৪০ কোটি টাকা খরচ করে রাস্তার সংস্কার কাজ হলেও মাস কয়েক পরেই পিচ উঠে গিয়ে, খানাখন্দে ভরে উঠেছে রাস্তার একাধিক অংশ। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং প্রশ্ন উঠছে-এই বিপুল অর্থ খরচ সত্ত্বেও রাস্তাঘাটের এমন করুণ অবস্থা কেন?

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী, কয়েক মাস আগেই ১৪০ কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাস্তার অনেক জায়গায় বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। প্রশাসনের কাছে নালিশ যেতেই নামমাত্র সংস্কার করা হয় রাস্তার, কিন্তু ভারী বৃষ্টির জেরে রাস্তার হাল আরও খারাপ হয়ে গিয়েছে। আনাচে কানাচে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এবার সেই নিয়ে বিক্ষোভ আন্দোলন সামিল হলেন বিরোধী দল বিজেপি।

অবরোধ বিজেপির

গতকাল অর্থাৎ বুধবার সকালে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের সংস্কারের দাবিতে সারিঙ্গার পি মোড়ে বিক্ষোভ আন্দোলন শুরু করে বিজেপি।তাঁদের অভিযোগ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা নির্মাণ করা হলেও কেন এই হাল হল রাস্তার। শাসক দলের নেতৃত্বে একাধিক দুর্নীতি হয়েছে এই রাস্তা নির্মাণ করার জন্য। প্রায় দুই ঘন্টা ধরে চলে সেই অবরোধ, যার ফলে আটকে পড়ে বহু পণ্যবাহী গাড়ি, তৈরি হয় তীব্র যানজটের। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছয় সারিঙ্গার বিডিও, পুলিশ কর্মীর দল এবং PWD আধিকারিক। শেষে প্রশাসনের তরফ থেকে নতুন রাস্তা সংস্কার করার আশ্বাস মিলতেই তোলা হয় অবরোধ।

আরও পড়ুন: বীরভূমের সিউড়িতে চাঁদার জুলুম, সেনা জওয়ান ও তাঁর স্ত্রীকে প্রকাশ্যে মারধর

স্থানীয়দের অভিযোগ, প্রত্যেকবার রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যদিও ঠিকাদার সংস্থাগুলি এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সব কাজই নিয়ম মেনে হয়েছে। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও আবার তৈরি হওয়ার পরপরই রাস্তা বসে গিয়েছে। ফলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। অন্যদিকে শাসকদলের নেতা বিজেপির অভিযোগ কে কার্যত তো আঁকা না করে জানিয়েছে নরম মাটির কারণে এবং ভারী বৃষ্টির জেরে রাস্তার এইরূপ হাল হয়ে গিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join