দেশের সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা, ধনী চন্দ্রবাবু! প্রকাশ্যে মোট সম্পত্তি ও তালিকা

Published on:

mamata banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র বাকি আর কয়েক ঘণ্টা। রাত পোহালেই ২০২৫ এর আগমন। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। অবশেষে ২০২৪ কে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। কিন্তু বর্ষশেষের মাঝেই আরও এক মহা চমক এসে হাজির। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা ADR সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে নিয়ে এসেছে এক গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক তথ্য, যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ সকলের।

আমাদের সাথে যুক্ত হন Join Now

প্রকাশিত হল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম রিপোর্ট

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম বা ADR প্রতি বছর কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর কত টাকার সম্পত্তি রয়েছে সেই সম্পর্কে একটি তথ্য সমীক্ষার মাধ্যমে প্রকাশ্যে নিয়ে আসে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। গতকাল অর্থাৎ সোমবার, সে বিষয়ে এই তথ্য প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম। আর প্রকাশিত তথ্য তুলে ধরে সংবাদ সংস্থা PTI জানিয়েছে, বর্তমানে দেশের সবচেয়ে ‘দরিদ্রতম’ মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নায়ডু। জানা গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট সম্পত্তির পরিমাণ রয়েছে ১৫ লাখ টাকার। অন্যদিকে টিডিপি নেতা চন্দ্রবাবুর মোট ৯৩১ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় মমতা !

এছাড়াও প্রকাশিত রিপোর্ট সূত্রে জন্য গিয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫২ কোটি ৫৯ লক্ষ টাকা। দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রয়েছে দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা। তিনি হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর মোট ৫৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। তার পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Whatsapp Broadcast Join Now

জানা গিয়েছে, পিনারাই বিজয়ন এর রয়েছে মোট ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তি। দেশের দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী হলেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু। তাঁর মোট সম্পত্তি ৩৩২ কোটি টাকা। তৃতীয় স্থানে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর মোট সম্পত্তি ৫১ কোটি। দেশের ধনীতম মুখ্যমন্ত্রীর তালিকায় রয়েছে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেয়িফু রিও (৪৬ কোটি), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (৪২ কোটি), পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী (৩৮ কোটি), তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি সহ আরও ৩ জন। তাঁদের সকলের মোট সম্পত্তির সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ কোটির কাছাকাছি।

Whatsapp Group Join Now

ADR তথ্য অনুযায়ী আরও জানা গিয়েছে যে ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় পরিমাণ ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের পরিমাণ গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা। যা মাথা পিছু আয়ের গড়ের তুলনায় ৭.৩ গুণ বেশি। ADR-এর তথ্য অনুসারে, দেশের মুখ্যমন্ত্রীদের মোট সম্পত্তি রয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকার।

সঙ্গে থাকুন ➥
X