প্রীতি পোদ্দার, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির চার্জশিটে কল্যাণময় ভট্টাচার্য ছিলেন অন্যতম অভিযুক্ত। কল্যাণময়ের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল যে, পার্থের টাকা নয়ছয়ের কারবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এমনকি তিনি ছিলেন ‘অন্যতম সুবিধাভোগী’। অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার বিনিময়ে যে টাকা আসত পার্থের কাছে, তা সামাল দিতেন কল্যাণময়। শুধু তাই নয় পার্থের কালো টাকা সাদা করার পন্থা জানতেন কল্যাণময়। এরপর তাঁকে একাধিকবার তলব করা হয়। অবশেষে তিনি এবার শ্বশুর পার্থের বিরুদ্ধে রাজসাক্ষী দিলেন।
রাজসাক্ষী হলেন পার্থের জামাই
সম্প্রতি বিশেষ ইডি আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও মামলায় কোনও অভিযুক্ত রাজসাক্ষী দিতে রাজি হল। তাই আদালত সেই আবেদন মঞ্জুর করে নিয়েছিল। নিজের ইচ্ছায় রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তাঁর বিরুদ্ধে উঠে আসা দুর্নীতির অপরাধ মাফ করার আর্জিও জানিয়েছেন কল্যাণময়। রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দেওয়ার নির্দেশ জারি করেছে আদালত।
দুর্নীতির মামলায় বাদ পড়ল জামাইয়ের নাম
সেই মতো গত শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের বয়ান রেকর্ড করা হয়েছিল। সূত্রের খবর সেখানেই নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকার হিসেব দিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামাই। অর্থাৎ, ইডি-র মামলায় আরও বিপাকে পার্থ। কিন্তু এত কিছুর বিনিময়ে আদালতে তাঁর আর্জি ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের তালিকা থেকে তাঁকে যেন সরানো হয়। তাই এবার সেই আর্জিই মঞ্জুর করল আদালত। এখন থেকে নিয়োগ দুর্নীতি মামলায় আর অভিযুক্ত নন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই মামলায় অভিযুক্তের তালিকা থেকে তাঁর নাম সরানোর বিষয়ে মান্যতা দিয়েছে আদালত।
আরও পড়ুনঃ বাতিল করা হল কয়েকশ কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্র! কিন্তু কেন?
অন্যদিকে সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের করা জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হলফনামা পেশের জন্য বাড়তি সময় দাবি করে সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে ২ সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। যার ফলে পার্থের কপালে আরও বিপদ বাড়ল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।