প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর পরেই ফের চাপের মুখে পড়লেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)! নিয়োগ কেলেঙ্কারিতে ফের তৃতীয়বার তলব করলেন রাজ্যের কারামন্ত্রীকে। তদন্তকারী অফিসাররা স্পষ্ট দাবি, এর আগে দু’বার তাঁকে জেরা করা হলেও, তাঁর জবাবে সন্তুষ্ট নন তাঁরা। তাই আবারও ডাক পাঠানো হয়েছে আজ। এদিকে সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে একদিকে রাজ্যে নিয়োগ দুর্নীতির জের, অন্যদিকে কেন্দ্রীয় সংস্থার একের পর এক পদক্ষেপে চাপ বাড়ছে শাসকদলের ওপর।
তৃতীয়বার কারামন্ত্রীকে তলব ইডির!
নিয়োগ দুর্নীতি কাণ্ডে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আদালতের নির্দেশে দুবার জিজ্ঞাসাবাদ করে ED। তবে সূত্রের খবর, মন্ত্রীর উত্তরে সন্তুষ্ট নন তিনি। শেষ বার গত ২৫ সেপ্টেম্বর আদালতের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ইডি দফতরে প্রবেশ করার সময় তিনি জানিয়েছিলেন, তদন্তে সব রকমের সহযোগিতা করবেন। যা যা জানতে চাওয়া হবে সবটাই তিনি জানাবেন। পাশাপাশি এদিন নথি নিয়ে হাজির হওয়ায় তদন্তে সহযোগিতার বিষয়টিও পরিষ্কার। কিন্তু মন মত কোনো তথ্যই হাতের নাগালে আসছে না ইডির। এমতাবস্থায় আজ, বুধবার তৃতীয়বার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্ত নথি যাচাই ইডির
জানা গিয়েছে, আজ সমস্ত নথিপত্র নিয়ে ইডি দফতরে গিয়েছেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সেখানে ইডি আধিকারিকরা তাঁর ইনকাম ট্যাক্সের রিটার্নের কাগজপত্র চেয়ে পাঠিয়েছিল। সেই সব নিয়ে হাজিরা দিয়েছেন তিনি। সেই সকল নথি তাঁরা খতিয়ে দেখবেন ইডি আধিকারিকরা। ৫ বছরের আয়কর রিটার্ন সংক্রান্ত সমস্ত নথি সহ একাধিক নথিতে নজর ইডির। সেই নথি খতিয়ে দেখে কারামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: অর্ধনগ্ন শুয়ে তৃণমূল কাউন্সিলর, প্যান্টে হাত মহিলার! ভিডিও নিয়ে বিস্ফোরক সজল ঘোষ
উল্লেখ্য, চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট জমা পড়ায় গত ৬ সেপ্টেম্বর বিশেষ ইডি আদালতে আত্মসমর্পণ করেছিলেন তিনি। তখন সাত দিনের হেফাজতে চেয়েছিল ইডি। কিন্তু, জামিন পান চন্দ্রনাথ। এরপর ফের বাড়ে তাঁর জামিনের মেয়াদ। পরে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারবেন রাজ্যের কারামন্ত্রীকে তবে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। বিকেল ৫টার আগে ছেড়ে দেওয়ার নির্দেশও ছিল। এমনকী , আদালত তখন এও বলেছিল ২ দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হতে না পারলে রাজ্যের মন্ত্রীকে ফের সমন পাঠাতে পারবে ইডি। সেই মতোই কাজ করছে তদন্তকারী সংস্থা।