শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এসেছে ততই শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে বিপাকে পড়ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই মামলায় আরও অনেকে সিবিআই, ইডি হেফাজতে থাকলেও অনেকের আবার জামিন হয়েছে। তবে পার্থ চট্টোপাধ্যায় বারবার জামিনের জন্য আবেদন করেও জামিন পাচ্ছেন না। এদিকে প্রেসিডেন্সি জেলে থেকে তাঁর শরীরও অনেকটাই ভেঙেছে বলে আদালতে দাবি করেছেন পার্থ। তবে এখনো হার মানেননি তিনি। গত মঙ্গলবার সিবিআই (CBI) বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। ১৩ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। কিন্তু এরই মাঝে বিপদে পার্থ। দুর্নীতি মামলায় নতুন করে বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি রেকর্ড করাতে আইনি প্রক্রিয়া শুরু করল সিবিআই। হ্যাঁ ঠিকই শুনেছেন।
CBI-র পদক্ষেপে চাপে পার্থ চট্টোপাধ্যায়!
আসলে সিবিআইয়ের সাঁড়াশি আক্রমণে জেরবার। শুধু সিবিআই বললে ভুল হবে, ইডির একের পর এক পদক্ষেপের কারণেও জেরবার তিনি। কবে যে জেলমুক্তি হবে? এখন সেটাই ভাবনা তাঁর। বারবার স্বাস্থ্যর বাহানা দেখিয়েও জামিন পাননি তিনি। এহেন অবস্থায় সিবিআই যদি আগামী দিনে আদালতে জোরালো কোনো রকম তথ্য পেশ করে তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের সমস্যা যে আরো বাড়বে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
২ বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়!
বিগত ২ বছর ধরে প্রেসিডেন্সি জেলে বন্দী। ঝাঁ চকচকে, বিলাসবহুল জীবন ছেড়ে এখন পার্থর ঠিকানা জেল। আজ থেকে ২ বছর আগে এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে বিপুল সোনা দানা, সম্পত্তি সহ রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী, শিখামন্ত্রীকে গ্রেফতার করে ইডি।শুধু তাই নয়, পার্থ-র বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে রীতিমতো টাকার পাহাড় উদ্ধার করে ইডি।
২০২২ সালে বাংলায় ঘটে যাওয়া এই ঘটনা মানুষ কোনওদিন ভুলতে পারবেন না কিনা সন্দেহ। অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। তাঁকেও গ্রেফতার হতে হয় শেষমেষ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানা হ্যাঁচরাও কম হয় না।