প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে কেটে গেল ১ বছর। গত বছর ৯ আগস্ট আরজি কর কাণ্ডের মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছিল গোটা দেশ, এমনকি ভয়াবহ এই ঘটনায় শিউরে উঠেছিল গোটা বিশ্ব। তাই এবার এই অভিশপ্ত দিনকে স্মরণে রেখে বিধানসভা ভোটের আগে শাসকবিরোধী প্রচারে নামতে চলেছে বিজেপি। আগামী ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাশে এসে দাঁড়ালেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা।
নবান্ন অভিযানে অভয়ার বাবা মা!
কিছুদিন আগেই কসবার ল কলেজে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে আসার পর সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে নবান্ন অভিযানের কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্রে এবার নবান্ন অভিযানে অংশগ্রহণের জন্য আরজি করের নির্যাতিতার বাড়িতে গেলেন শুভেন্দু।
জানা গিয়েছে গতকাল অর্থাৎ শনিবার সোদপুরে উলটোরথের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। তারপর সন্ধ্যায় যান আরজি করের নির্যাতিতা তরুণীর বাড়িতে। আর সেখানেই শুভেন্দুকে পাশে নিয়ে নবান্ন অভিযানের ডাক দেন নির্যাতিতার বাবা।
রাত দখলের ডাক শুভেন্দুর!
তবে শুধু ৯ আগস্ট নবান্ন অভিযান নয়, একইসঙ্গে ১৪ আগস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছে। এর দায় সরকার কখনোই এড়াতে পারে না। তাই সেক্ষেত্রে আদালতে রাজ্য সরকারের যে ভূমিকা আছে, তার প্রতিবাদে ও ন্যায়বিচার ছিনিয়ে আনতে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সমস্ত রাজ্যবাসীকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।”
এমনকি তিনি এও বলেন যে, “গত বছর ১৪ আগস্ট আরজি কর ঘটনার প্রতিবাদে যেমন কোটি কোটি মানুষ রাত দখলে নেমেছিলেন। ঠিক তেমন ভাবেই, সমাজকে পরিবর্তন করতে আবার আগামী ১৪ আগস্ট কসবা কাণ্ডের জন্য মানুষ যেন পুনরায় রাত দখলে রাস্তায় নামেন। সরকারের উপর চাপ না রাখলে এরকম ঘটনা তাহলে মা বোনেদের সঙ্গে হামেশাই ঘটতে থাকবে। কসবার ল-কলেজের নির্যাতিতা ছাত্রীর আমরা পাশে আছি। প্রয়োজনে আইনি অভিজ্ঞতা ভাগ করে নেব।”
আরও পড়ুন: বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি! বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার
প্রসঙ্গত, সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি পর্বও শুরু হতে গিয়েছে দলের। আর এই আবহে আরজি কর-কাণ্ডের ঘটনা এবং কসবা কাণ্ডের ঘটনাকে শাসকদলের বিরুদ্ধে মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। নির্বাচনে তৃণমূলের শক্তি সম্পূর্ণ ক্ষয় করার জন্য তাই জোটবেঁধে নামতে চলেছে নবান্ন অভিযানের ময়দানে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |