রাজ্যের নাম বদলাতে তৎপর তৃণমূল, পশ্চিমবঙ্গের নতুন নাম কী হবে?

Published on:

West Bengal name change

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর পেরোলেই পশ্চিমবঙ্গে (West Bengal) ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনকে ঘিরে রীতিমত প্রত্যেকটি রাজনৈতিক দল এক বিশেষ পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া শুরু করে দিয়েছে। আর এই আবহে ফের রাজ্যের নাম পরিবর্তন নিয়ে উঠে পড়ে লাগল তৃণমূল। পশ্চিমবঙ্গ নয় নাম পরিবর্তন করে বাংলা করার প্রস্তাব ইতিমধ্যেই সর্বসম্মতভাবে পাস হয়েছে। কেন্দ্রের অনুমোদন দিলেই বদলে যাবে রাজ্যের নাম। কিন্ত দীর্ঘদিন ধরেই আটকে রয়েছে এই বিষয়। এবার তাই নিয়ে রাজ্য সভায় সরব হল তৃণমূল।

আমাদের সাথে যুক্ত হন Join Now

রাজ্যসভায় তুলে ধরা হল রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ 

সূত্রের খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার সংসদের জিরো আওয়ারে ফের রাজ্যের নাম পরিবর্তনের প্রসঙ্গ উঠে আসে। আর এই বিষয়টি রাজ্যসভায় তুলে ধরেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও এটি প্রথমবার নয়। আর আগে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় এই বিষয়ে প্রস্তাব বিল পাস হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও বিষয়টি অনুমোদন দেয়নি। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে রাজ্যের ঐতিহ্য এবং ইতিহাসের দিকটি বিবেচনা করে কেন্দ্রীয় সরকারের উচিৎ দ্রুত বিষয়টিতে সবুজ সংকেত দেওয়া।

কী বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়?

এদিন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে, ‘আমাদের রাজ্যের নাম পরিবর্তন শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। বাংলার ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির দিকে লক্ষ্য রেখেই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ কেন্দ্রের।’ এবং তিনি এও বলেন যে, ‘১৯৪৭ সালে স্বাধীনতা এববং দেশভাগের পরে ভারতীয় অংশের নাম ছিল পশ্চিমবঙ্গ, এবং পূর্ব অংশটি পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এরপর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। এখনও কোন পূর্ব পাকিস্তান নেই। ফলে পশ্চিমবঙ্গ নাম থাকারও কোন কারণ নেই, তাই সেক্ষেত্রে রাজ্যের নাম পরিবর্তন করার প্রয়োজনীয়তা খুব জরুরি বলে দাবি করেন তিনি।

Whatsapp Broadcast Join Now

আরও পড়ুনঃ গুটখার পিক ফেললেই মোটা টাকা ফাইন! এবার আরও কড়া আইন লাগুর কথা বললেন মমতা

শেষবার ২০১১ সালে ওডিশা রাজ্যের নাম পরিবর্তন করা হয়েছিল। তবে শুধু রাজ্য নয় রাজ্যের অন্দরে অনেক শহরেই নাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৯৯৫ সালে বোম্বে থেকে মুম্বই, ১৯৯৬ সালে মাদ্রাজ থেকে চেন্নাই, ২০০১ সালে ক্যালকাটা থেকে কলকাতা এবং ২০১৪ সালে ব্যাঙ্গালোর থেকে বেঙ্গালুরু হয়ে ওঠা। তাই সেই বিষয়কে গুরুত্ব দিয়ে বারংবার তৃণমূল সরকার রাজ্যের নাম পরিবর্তনের ওপর জোর দিচ্ছে। এবার দেখার পালা কেন্দ্রীয় সরকার কতটা এর সঙ্গে একমত হয়।

সঙ্গে থাকুন ➥
X