‘পহেলগাঁও শিখিয়েছে কে বন্ধু আর কে শত্রু!’ দশমীতে RSS-র অনুষ্ঠানে বললেন মোহন ভাগবত

Published:

Mohan Bhagwat
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতি বছরই বিজয়া দশমীতে আয়োজিত হয় আরএসএসের কর্মসূচি। কারণ, ১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার বিজয়া দশমীতেই আরএসএস প্রতিষ্ঠার জন্য প্রথম বৈঠকটি করেছিলেন। তাই এবারেও নাগপুরে হল সেই কর্মসূচি। এবারের বিজয়া দশমীতেই সংগঠনের শতবর্ষ পালন করছে আরএসএস। যদিও হিন্দু জাতীয়তাবাদী এই সংগঠন শতবর্ষে পা দিয়েছে গত ২৭ সেপ্টেম্বর। প্রতি বছর বিজয়া দশমীতে ভাগবতের (Mohan Bhagwat) ভাষণে বিগত বছরের সঙ্ঘীয় গতিবিধির বিশ্লেষণ থাকে, আসন্ন সময়ে সঙ্ঘের নীতিগত দিশা কী হতে চলেছে, তারও স্পষ্ট বিবৃতি থাকে।

পহেলগামের ঘটনা নিয়ে স্পষ্ট ভাগবত

এদিন শতবর্ষের অনুষ্ঠানে ভাষণ দেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ‌সঙ্ঘের নীতি আদর্শ এবং শতবর্ষের নানা সাফল্যের কথা উল্লেখ করেছেন তিনি। তাঁদের স্পষ্ট দাবি বৈশ্বিক সম্পর্কে ভারতকে আরও অনেকটা পথ এগোতে হবে। তিনি এই প্রসঙ্গে পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তুলে ধরেছিলেন। ভাগবত বলেন পহেলগাঁওয়ের ঘটনা আমাদের বুঝতে শিখিয়েছে কোন দেশ ভারতের মিত্র আর কারা শত্রু। অর্থাৎ এদিন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করেই ভাগবত এই মন্তব্য করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এরপর অপারেশন সিঁদুর অভিযানের জবাবে পাকিস্তান যুদ্ধ বিরতির বার্তা দিয়েছিল। কিন্তু সব হিসাব গুলিয়ে দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করে বসেন, তাঁর প্রশাসনের তৎপরতায় ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। ‌

আমেরিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

নাগপুরের আরএসএসের এই শতবর্ষ কর্মসূচিতে মোহন ভাগবত বলেন, ‘‘নিবিড় যোগাযোগের বন্ধনে আবদ্ধ এই বিশ্বে বাণিজ্যিক সহযোগীর উপর ভারতকে যেন অসহায়ের মতো নির্ভর করতে না হয়।’’ আসলে ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ট্রাম্প সরকার ভারতীয় পণ্যের উপর যে জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন রফতানি বাণিজ্যে সেই পরিস্থিতির দিকে ইঙ্গিত করতেই তাঁর এই মন্তব্য। তাঁর দাবি, আত্মনির্ভরতা অর্জনে ব্যর্থ হলে বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা বাড়ে। আমেরিকার এই অবস্থানকে চূড়ান্ত ভারত বিরোধিতা বলে দাবি করেছে আরএসএস প্রধান মোহন ভাগবত। এই কারণেই ভাগবত কে বন্ধু আর কে শত্রু বাছাইয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন: চরণামৃত মুখে নিয়ে মায়ের দিকে ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী!’ মমতার ভিডিও পোস্ট শুভেন্দুর

প্রসঙ্গত, এদিন আরএসএসের শতবর্ষের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেছেন “আরএসএস এমন এক সংগঠন যারা কখনও জাতপাতের বিভাজন করে না। ভারতের সমস্ত জাতিকে এক সূত্রে গেঁথেছে এই সংগঠন। ” এ ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে প্রাক্তন রাষ্ট্রপতি বলেন, “আমি তখন বিজেপি তফসিলি জাতি মোর্চার জাতীয় সভাপতি ছিলাম। তিনি বলেন যে, “অটলজি নাকি বলেছিলেন আমাদের সরকার মনুস্মৃতি দ্বারা নয়, আম্বেদকর স্মৃতি দ্বারা পরিচালিত হয়। তাইতো ডঃ আম্বেদকর এবং আরএসএসের চিন্তাভাবনার মধ্যে বিরাট মিল।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join