প্রীতি পোদ্দার, মালবাজার: এইমুহুর্তে মালবাজারের তৃণমূল কাউন্সিলার অজয় লোহারের অশালীন ভিডিও ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তুমুল শোরগোল শুরু হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। এমতাবস্থায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাস্তার মাঝে মারপিটের ঘটনাও ঘটে। ওই কাউন্সিলার ও তাঁর পরিবারের সদস্য, অনুগামীরা মালবাজার পুরসভার প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহার উপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ। আর এই অন্তর্দ্বন্দ্বের মাঝেই এবার কটাক্ষ করে বসলেন সজল ঘোষ (Sajal Ghosh)।
AI নির্মিত ভিডিও বলে দাবি কাউন্সিলরের
রিপোর্ট অনুযায়ী, মালবাজারের তৃণমূল কাউন্সিলার অজয় লোহার হামলার অভিযোগ তুলে দাবি করেছেন যে, ২০২৩ সালের আগস্টে মাল পুরসভার সরকারি কাজে তৎকালীন চেয়ারম্যান স্বপন সাহার সঙ্গে তিনি কলকাতায় গিয়েছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে যড়যন্ত্র করে প্রযুক্তির সাহায্যে হোটেলের রুমে ওই ভিডিও তৈরি করান স্বপন সাহা। এমনকি তিনি এও অভিযোগ করেন যে পুরসভা সংক্রান্ত ‘অনিয়মে’ তার বিরুদ্ধে মুখ খুললেই নাকি AI নির্মিত ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হতো তাঁকে। ইতিমধ্যেই গত সোমবার মাল থানায় স্বপন সাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এবার সেই নিয়ে বিরোধী দল বিজেপিও সরব হলেন। মুখ খুললেন বিজেপি নেতা সজল ঘোষ।
বিস্ফোরক মন্তব্য সজলের
সমাজমাধ্যমে বিজেপি নেতা সজল ঘোষ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভাইরাল হওয়া মালবাজারের তৃণমূল কাউন্সিলার অজয় লোহার ভিডিও রি-শেয়ার করেছিলেন। এবং ক্যাপশনে সজল বাবু রীতিমত তুলোধোনা করলেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনি লিখলেন, “শুধু মাল তোলা নিয়ে ওরা মারামারি করে না। মালিশ নিয়েও চলছে মারামারি, এই ভিডিওই প্রমাণ করে কল্যান শুধু একা মালিশ করায় না l মালবাজারের কাউন্সিলার অজয় লোহারের ভিডিও ভাইরাল করা নিয়ে, বেধড়ক মার খেলেন প্রাক্তন চেয়ারম্যান। এই না হলে তৃণমূল। যদিও কাউন্সিলর সেই অভিযোগ অস্বীকার করেছেন আর যথারীতি দোষ চাপিয়েছেন AI এর ঘাড়েই।”
আরও পড়ুন: ‘ওনার দীর্ঘায়ু কামনা করি।’ রাষ্ট্রপতির হেলিকপ্টার কাণ্ডে পোস্ট মমতার
অজয়ের মা ও স্ত্রীর গায়ে হাত
মালবাজারের এই ঘটনায় কেন চক্রান্ত করে মালবাজারের তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে এ ধরনের ভিডিও বানিয়ে তা ভাইরাল করা হয়েছে, তা নিয়ে চেয়ারম্যান স্বপন সাহার কাছে এদিন জানতে চান অজয়ের পরিবারের সদস্যরা। কিন্তু অজয়ের অভিযোগ, ভিডিও নিয়ে প্রশ্ন করতেই স্বপন ও তার অনুগামীরা আমার মা ও স্ত্রীর গায়ে হাত তোলে। এরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছয় এবং ঝামেলা বাধে। এদিনের মারপিটের ঘটনার জেরে দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এইরূপ ভিডিও জনসমক্ষে প্রকাশ্যে আশায় সাধারণের চোখে এক নেতিবাচক প্রভাব পড়েছে। এই বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ জানিয়েছেন, মালবাজারের নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ব্যক্তিগত রেষারেষির কারণে কে, কার সঙ্গে মারপিট করল, কে কার বিরুদ্ধে কী অভিযোগ করল, দল তার দায় নেবে না। এটা মাথায় রেখে চলতে হবে।