প্রীতি পোদ্দার: আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম দিকেই সেই কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই মামলায় নাম নথিভুক্ত করল আরও একজন। ধৃত সন্দীপ ঘোষের ডান হাত তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছে CBI। যিনি কিনা কলেজের থ্রেট কালচারের সিন্ডিকেটের মাথাতেও ছিলেন। আর এবার আশিস পান্ডের গ্রেফতারিতে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস নেতা ডা. শান্তনু সেন।
বিস্ফোরক অভিযোগ শান্তনু সেনের!
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন লেখেন, “আরজি কর মেডিকেল কলেজে All India Trinamool Congress এর ছাত্র সংগঠনের সভাপতি সেজে আশিস পান্ডে দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতির কাজ করে চলেছেন। কারা কারা, তার মাথায় হাত রেখেছিল, সেটাও আজ সবারই জানা হয়ে গেছে। জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে গাদা গুচ্ছের টাকা তোলা, পরীক্ষায় পাশ ফেল নিয়ন্ত্রণ করা, প্রশ্ন বলে দেওয়া , হোস্টেলে হোস্টেলে থ্রেট কালচার তৈরি করা, বেআইনিভাবে হাউসস্টাফশিপ দেওয়া, সিনিয়ার ডাক্তারদের মারধর করা, প্রাক্তনীদের ঘরে তালা মেরে দেওয়া সহ বিভিন্ন আর্থিক দুর্নীতির কাজ করেছিল এই আশিস পান্ডে।”
তিনি তাঁর পোস্টে আরও লেখেন যে, “২০২৩ সালে সন্দীপ ঘোষের বদলির পর ডা: মানস ব্যানার্জিকে চারদিন অধ্যক্ষের ঘরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রেখেছিল এই আশিস পান্ডে ও তার সহযোগিরা। এইভাবে দলের নাম, নেত্রীর নাম বদনাম করেছিল। শুধু তাই নয় আমার মেয়েকে, ভয়ঙ্কর ভাবে মানসিক নির্যাতন করেছে দিনের পর দিন, রাত পৌনে বারোটার সময় ফোন করে হুমকি দিয়েছে, কলেজের মধ্যে এক ঘরে করে রেখেছে, পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করেছে। এমনকি আমাকেও মারাত্মকভাবে অপমান করেছে।” তিনি জানিয়েছিলেন যে আশিষ পান্ডে নাকি শান্তনু সেনের নামে মিথ্যা পোস্টার মেরে দল বেঁধে তাঁকে মারতে এসেছিল।
চক্রান্তের শিকার হয়েছিল শান্তনু সেনের মেয়ে!
এছাড়াও শান্তনু সেন বিচারের প্রসঙ্গে জানান আজ আবার প্রমাণ হলো এইসব খলনায়কদের বিচার কখনোই আমরা করতে পারিনা ঈশ্বর বিচার করে দেন। আশা করি তৃণমূলের দলে থেকে যারা কুকর্ম করছেন তাদের অবিলম্বে চিহ্নিত করে দল এর উপরমহল থেকে শাস্তি দেওয়া হোক।” এখানেই থেমে থাকেননি তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আমার দলনেত্রী সঠিক খবর পেলে কখনোই দুর্নীতির সাথে আপোষ করবেন না। যারা এদের মদত দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করছেন এবং দল ও দলনেত্রীকে ভুল খবর দিয়ে দলের ক্ষতি করছেন ,তারাও চিহ্নিত হবেন।”