প্রীতি পোদ্দার, কলকাতা: অক্ষয় তৃতীয়ার দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এই অবস্থায় সঙ্গে সঙ্গে গতকাল, বুধবার তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন দমদমের সাংসদ। মূলত হার্টের সমস্যা নিয়ে এদিন ভর্তি হন হাসপাতালে। জানা গিয়েছে অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়েছে।
ঘটনাটি কী?
গতকাল অর্থাৎ বুধবার সন্ধেয় কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়িয়াদহ এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখানে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বেলঘরিয়ার এক বেসরকারি নার্সিংহোমে। সেখানেই শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় এদিনই সৌগতবাবুর বুকে পেসমেকার বসানোর প্রস্তাব দেয় চিকিৎসক।
হাসপাতালে ভর্তি সৌগত রায়!
জানা গিয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে এদিন কামারহাটির আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন সৌগত রায়। গাড়ি থেকে নামার পরেই তিনি অসুস্থ বোধ করেন। এরপরই আচমকা অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে কাছাকাছি কোনো স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকের পরামর্শে এদিনই অস্ত্রোপচার করে বুকে পেসমেকার বসানো হয়। এইমুহুর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দেখা করেন ব্রাত্য বসু
অন্যদিকে হাসপাতালে সৌগতবাবুর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের একাধিক নেতা-কর্মী। এছাড়াও তাঁর অসুস্থতার খবর পেয়ে এদিন রাতে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা-সহ অন্যান্য নেতা-নেত্রীরা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রয়েছেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |