কৌশিক দত্ত, কলকাতাঃ মহানগরীতে মেঘভাঙা বৃষ্টি, দুর্গাপুজো ও উত্তরবঙ্গের বন্যার পর বর্তমানে দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীর গণধর্ষণ (Durgapur Rape Case) ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্যের রাজনীতি। শনিবার সন্ধেবেলায় দুর্গাপুরের মেডিক্যাল কলেজের ছাত্রী খাবার খেতে বেড়িয়েছিল। আর সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৫ জন। এবার এই ঘটনায় মুখ খুললেন তৃণমূলের সাংসদ সৌগত রায় (Saugata Roy)।
রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে বলেন, ‘পুলিশকে এই নিয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেছি। ইতিমধ্যে তিনজন গ্রেফতার হয়েছে।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী বেসরকারি কলেজের দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। সেখানেই মুখ্যমন্ত্রীর এক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনা হয়। যদিও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বলেন, আমার মন্তব্যকে বিকৃত করা হচ্ছে।
#WATCH | Kolkata, West Bengal: On the Durgapur alleged gang rape case, TMC MP Saugata Roy says, “Such cases are rare in Bengal. Women’s safety in Bengal is better than in any other place… But women shouldn’t leave their colleges so late at night, as the police can’t patrol… pic.twitter.com/PVFeTBYC5p
— ANI (@ANI) October 13, 2025
দুর্গাপুর কাণ্ডে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের সাংসদ সৌগত রায় এদিন বলেন, মেয়েদের সাবধান হতে হবে। সব যাওয়ায় সুরক্ষা প্রদান সম্ভব নয়। তৃণমূল সাংসদ বলেন, ‘বাংলায় ধর্ষণ খুব কম হয়। মহিলারা এ রাজ্যে সুরক্ষিত। আরজিকরের এক বছর পর এই ঘটনা ঘটল। দুটো ঘটনাই দুর্ভাগ্যজনক। মহিলাদেরও এত রাতে কলেজ থেকে বেরোনো উচিৎ নয়। সব জায়গায় তো আর নিরাপত্তা দেওয়া যায় না। তাই সাবধান থাকতে হবে।’