‘খেলা-মেলায় চলে গেলে পার্টির রাজনৈতিক বোধ চলে যায়!’ বিস্ফোরক সৌগত রায়

Published:

Saugata Roy
Follow

প্রীতি পোদ্দার, বরানগর: বছর ঘুরলেই শুরু হতে চলেছে ২৬ এর বিধানসভা নির্বাচন। হাতে বাকি আর মাত্র কয়েক মাস। তাই এখন থেকেই কোমর বেঁধে ভোট ময়দানে নেমে পড়েছে বিরোধীদল থেকে শুরু করে শাসকদল। ভোটের মেজাজ জানার জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাদ যায়নি বরানগর। কিন্তু এবার সেখানে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলবিরোধী কিছু মন্তব্য করে বসলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

বরানগর উৎসব বন্ধ নিয়ে খুশি সৌগত

গতকাল অর্থাৎ শুক্রবার, বরানগরে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন দমদমের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়৷ এছাড়াও সেই সম্মিলনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকও৷ সেই সময় দলের বিজয়া সম্মীলনীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন তিনি দলীয় কর্মীদের সামনে বলেন, ‘আমি অপর্ণার একটা কাজকে খুব সমর্থন করি৷ ও বরানগর উৎসবটা বন্ধ করে দিয়েছে৷ এটা খুব ভাল করেছে৷ তার মানে কি আমি গান-বাজনা পছন্দ করি না? হ্যাঁ খুবই করি৷ যদি একটা পার্টি খেলা আর মেলার মধ্যে চলে যায়, তাহলে তার রাজনৈতিক বোধটাই চলে যায়৷”

পলিটিক্যাল সেন্স নিয়ে বিস্ফোরক সৌগত

এছাড়াও বর্ষীয়ান সাংসদ সৌগত রায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন যে, “আর ছয় মাস পরেই বিধানসভা নির্বাচন৷ এখন আমাদের মূল লক্ষ্যই হল জেতা। তাই অন্য কিছু এখন আর করবেন না৷ অপর্ণা বরানগর উৎসব বন্ধ করেছে, ঠিক করেছে৷ ওসব নিয়ে থাকলে সবাই ছয় মাস মেতে থাকত৷ রাজনীতিটা ভুলে যেত৷ আমাদের রাজনীতি ভুলে গেলে চলবে না৷’ তাঁর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আরও এক বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক অন্দরে। যদিও সৌগত রায়ের এই মন্তব্যকে সম্মতি জানায় বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিক৷ এমনকি অনুষ্ঠানে উপস্থিত দলের নেতা, কর্মীরাও সৌগত রায়ের বক্তব্যে হাততালি দিয়ে সহমত পোষণ করেন৷ তবে এ ব্যাপারে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

আরও পড়ুন: রাজ্যে সাইবার হানা! আলিপুরদুয়ার জেলা পরিষদের সাইট হ্যাক করে হুমকি পাকিস্তানের

সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই মন্তব্যকে ঘিরে বলেছেন যে, “খেলা-মেলায় তো তৃণমূল আজ যায়নি! এর আগে যখন বামেরা তৃণমূল সরকারের খেলা-মেলা নিয়ে সমালোচনা করেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন খেলা-মেলা করব না তো কি শ্রাদ্ধ করব? সৌগত রায় বোধ হয় বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে।” চুপ থাকেনি বিজেপিও। শমীক ভট্টাচার্য বলেন, “সৌগত রায়ের সমাজকে চেনার অভিজ্ঞতা প্রশ্নাতীত! তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, বহুবার জনপ্রতিনিধি হয়েছেন। বহুবার দল পরিবর্তনও করেছেন। তবে মাঝেমধ্যে উনি দলের বিবেকও হয়ে ওঠেন।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join