ঝুলেই রইল জামিন মামলা, CBI-কে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট! ফের অসুস্থ পার্থ

Published on:

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: আড়াই বছর আগে নাকতলার বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-কে (Partha Chatterjee) গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তখন থেকেই জেলবন্দি হয়ে রয়েছেন পার্থ। নিয়োগ দুর্নীতি মামলায় একে একে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত পেয়ে গেলেও এখনও জেলবন্দি হয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বারংবার জামিনের আবেদন জানালেও খারিজ করে দিচ্ছে বিচারপতি। শেষে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেও CBI মামলায় আটকে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় । এখনও জামিন পাননি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তৃতীয় বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ পার্থর

একাধিকবার জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় এর আইনজীবি আবেদন জানালেও প্রত্যেকবার সেই আবেদন বিচারপতি খারিজ করে দেন। এদিকে এই জামিন মামলার শুনানির জন্যই কলকাতা হাইকোর্টকে তৃতীয় বেঞ্চ গঠন করতে বলা হয়েছিল। কারণ, সিবিআই মামলায় পার্থকে জামিন দেওয়া নিয়ে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি সহমত হতে পারেননি। কিন্তু কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীও পার্থর জামিন খারিজ করে দিয়েছিলেন। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রত্যেক বারই CBI তাঁর জামিনের বিরোধিতায় প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে সওয়াল করছে। তাতেই আটকে যাচ্ছে জামিন প্রক্রিয়া। এর পরই তৃতীয় বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। এ দিন সেই মামলারই শুনানি হয় বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ।

CBI কে সময় দেওয়া হল দুই সপ্তাহ!

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ সমস্ত দিক পর্যবেক্ষণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কে প্রশ্ন করে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত পার্থ কেন জামিন দেওয়া হচ্ছে না। এবং এই বিষয়ে সিবিআইকে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু ওই হলফনামা পেশের জন্য চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সেই আবেদন মানেনি বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহের বদলে সিবিআইকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে আবারও একের পর এক মামলার চক্করে অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে পার্থকে SSKM হাসপাতালে স্থানান্তর করে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন পার্থর আইনজীবী। আর এই আবহে পার্থর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে SSKM হাসপাতালকে চিঠি দিলেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর পা খুব ফুলেছে। কোনও সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি দিয়েছেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ আরজি কর মামলায় ঘুরে গেল মোড়, হাইকোর্টকে সোমেই শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group