প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। হাতে এখনও বাকি ১ বছর। কিন্তু এই ১ বছরও রাজনীতিবিদদের কাছে খুবই অল্প সময় হয়ে দাঁড়িয়েছে। তাইতো এই সময়ে এখন থেকেই উঠে পড়ে লেগেছে সকলে। একের পর এক নয়া প্রকল্প ভাবনায় মেতেছে সকলে। কীভাবে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় তা নিয়ে বেশ নজর দিয়েছে সকলে। আর এদিকে এই আবহে ফের বাংলা ভাগের দাবি উঠল। আজ এই পৃথক উত্তরবঙ্গের দাবি (Separate North Bengal Claim) জানালেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
ফের পৃথক উত্তরবঙ্গের দাবি!
এর আগে বারংবার বিরোধী দলের তরফে দাবি করা হয়েছিল যে রাজ্যে সরকার যেন পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করে দেয়। বিজেপির একাধিক নেতা-নেত্রীর মুখে পৃথক উত্তরবঙ্গের দাবি শোনা গিয়েছিল। এমনকি গত বছর লোকসভা নির্বাচনের আগে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বাড়িতে বৈঠকও হয় পৃথক উত্তরবঙ্গ নিয়ে। কার্শিয়াং থেকে বিষ্ণুপ্রসাদ শর্মাও সেই বৈঠকে যোগ দেন। আর এবার বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট আলোচনায় বিস্ফোরক দাবি তুললেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
কী বলছেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়?
সূত্রের খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার, রাজ্য বাজেট নিয়ে বিরোধী দল সহ শাসকদল নানা মতামত জানাচ্ছিলেন। আর ঠিক সেই সময় উত্তরবঙ্গকে আলাদা করার দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছেন। তাই সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, হয় উন্নয়ন করুন, না হলে আমাদের আলাদা করে থাকতে দিন। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ চান আলাদা হোক উত্তরবঙ্গ।” এছাড়াও তিনি আরো বলেন “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূরি ভূরি প্রতিশ্রুতি দিলেও একটা প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করেনি। উত্তরবঙ্গের মানুষ দিনের পর দিন বঞ্চিত হয়েই রয়ে গিয়েছেন। তাই সেখানকার বিধায়ক হিসেবে, মানুষের প্রতিনিধি হয়ে মানুষের কথা, মানুষের চাহিদাই তুলে ধরেছি।”
আরও পড়ুনঃ নারী দিবসের দিন মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
সেই একই দাবি নিয়ে এদিন বিধানসভা থেকে বেরোনো সময় সাংবাদিকদের উদ্দেশে শিখা চট্টোপাধ্যায় বলেন যে, “গত ১৪ বছর ধরে তৃণমূল সরকার উত্তরবঙ্গের মানুষদের বোকা পেয়ে উন্নয়নের অনেক স্বপ্ন দেখিয়েছে। কিন্তু কোনও স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তাই এমনকি মুখ্যমন্ত্রী উত্তরকন্যা নামে এক বাড়ি তৈরি করে সেখানে দ্বিতীয় নবান্ন তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে আজও সেখানে কোনও সরকারি আমলাকে দেখাই যায় না। তাই উত্তরবঙ্গের মানুষের স্বার্থে আমাদের এই দাবি জারি থাকবে।”
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |