সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে, যা প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রীর প্রধান যাত্রাপথ। আর সেই ব্যস্ত হাইওয়ের মাঝে ঘটে গেল এমন এক নোংরা ঘটনা, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। এবার এক বিজেপি নেতার (BJP Leader) এমন কুকীর্তির দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।
সূত্রের খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার ডালোডা তহশিলের বানী গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা মনোহরলাল ঢাকাদকে নিয়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের উপর একটি সাদা গাড়ি থামিয়ে একজন মহিলাকে নিয়ে সেক্সুয়াল অবস্থায় রয়েছেন ওই বিজেপি নেতা। এমনকি গাড়িটি মনোহরলালের নামে রেজিস্টার্ড বলেই জানিয়েছে দেশের পরিবহণ দপ্তর।
ভাইরাল ভিডিও
ভিডিওটি 13 মে’র বলে দাবি করছে অনেকে। এক্সপ্রেসওয়ের ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মনোহরলাল ঢাকাদ একটি সাদা গাড়ি থেকে নেমে আসছেন এক মহিলার সঙ্গে। এমনকি মহিলাটি তখন সম্পূর্ণ বিবস্ত্র অবস্থাতেই ছিলেন। এরপর দুজনকে হাইওয়ের মাঝে আপত্তিকর অবস্থায় দেখা যায়। আর এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক।
এই ঘটনার পর বিজেপির নেতৃত্বের তরফ থেকে সেরকম কোনও মন্তব্য করা হয়নি। তবে পরে মন্দ শহর জেলার বিজেপির সভাপতি মন্দসৌর জেলা বিজেপি সভাপতি রাজেশ দীক্ষিত জানিয়েছেন, দল এরকম কোনও নোংরা নেতাকে সমর্থন করে না। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়, আর এই সমস্ত ব্যক্তিদের বিজেপিতে কোন ঠাই নেই।
আরও পড়ুনঃ BSNL-র 5G নিয়ে সুখবর, কবে থেকে শুরু হচ্ছে পরিষেবা?
পুলিশের তদন্ত ও আইনি পদক্ষেপ
সম্প্রতি ডিআইজি মনোজ কুমার সিং জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার এই ভিডিও ভাইরাল হওয়ার পর তার সত্যতা যাচাই করা হয়। দেখা যাচ্ছে, ঘটনাটি ভানপুরা থানার অধীনে পড়ছে। ইতিমধ্যেই ওই থানায় বিষয়ে নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এমনকি পুলিশ এই ঘটনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 296, 285, এবং 3(5) ধারায় মামলাও রুজু করেছে। ইতিমধ্যেই তদন্ত চলছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |