যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার শ্লীলতাহানি SFI নেতার! নেওয়া হল বড় পদক্ষেপ

Published on:

Jadavpur University

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) নাম। সেখানকার ৪ নম্বর গেটের কাছে থাকা ঝিল থেকে ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়েছিল, যা নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি গড়ে উঠেছিল কলেজ ক্যাম্পাসে। প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল SFI-র আর্টস ইউনিটের-সহ সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানি SFI নেতার!

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একের পর এক প্রশ্নের পাহাড় জমেছে কর্তৃপক্ষের ঘাড়ে। সম্প্রতি যাদবপুরের যে নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তিনি হলেন সৌমিক মণ্ডল। সে ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র। অন্যদিকে যিনি অভিযোগ করেছেন, তিনিও ইংরেজি বিভাগের। সূত্রের খবর, সম্প্রতি তাঁরা শিক্ষানবিশ পর্যায়ের একটি শিক্ষামূলক ভ্রমণে শান্তিনিকেতনে গিয়েছিলেন। সেখানেই শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ করেন ছাত্রী। ঘটনার কথা প্রকাশ্যে নিয়ে আসেন নির্যাতিত এবং সংগঠনকে জানান। ওই ছাত্রীর অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই আবহে ঘটনার পরিপ্রেক্ষিতে এক বড় পদক্ষেপ নিল SFI।

প্রেস বিবৃতি জারি SFI এর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের আঞ্চলিক কমিটির তরফে গতকাল অর্থাৎ বুধবার রাতে এক প্রেস বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয় যে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের সহ সম্পাদকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ সংগঠনে জমা পড়েছে। যাদবপুরেরই এক ছাত্রী সংগঠনে অভিযোগ জানান। ইউনিট স্তর থেকে লোকাল (আঞ্চলিক) স্তরে অভিযোগ এলে সংগঠনে প্রাথমিক আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না-হওয়া পর্যন্ত ওই নেতাকে সমস্ত স্তরের সমস্ত কাজ থেকে বিরত রাখা হবে। এই বিবৃতি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত কার্যকর হবে।’’ অন্যদিকে এই ঘটনায় ফের সরব হল তৃণমূল ছাত্র পরিষদ।

আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার! বাড়ি ফিরতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা, প্রশ্নের মুখে ‘শ্রমশ্রী’

সিসিটিভি লাগানোর দাবি তৃণমূল ছাত্র পরিষদের

যাদবপুরের ক্যাম্পাসে সিসিটিভি লাগানো নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা এদিন সমাজমাধ্যমে দাবি করেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গ্রাম, মফস্বল, শহরতলি থেকে একবুক স্বপ্ন নিয়ে পড়তে আসা ছেলেমেয়েদের অস্বাভাবিক মৃত্যু হবে, আর প্রমাণ লোপাটের স্বার্থে এরা সিসিটিভির বিরোধিতা করবে, এটা চলতে দেওয়া যাবে না। যারা সিসিটিভির বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।” উল্লেখ্য, কিছু দিন আগে লেকটাউনের SFI নেতার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে বিতর্ক হয়েছিল, তাতেও যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয় SFI তথা সিপিএম নেতৃত্বকে। যদিও ওই ঘটনার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল সংগঠনের তরফ থেকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥