প্রীতি পোদ্দার: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি রাজ্যে। যার জেরে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, সকাল ১০টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল শিয়ালদহ এবং বারাসত থেকে হাসনাবাদ শাখাতেও রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। অন্যদিকে কলকাতা থেকে প্রতি দিন গড়ে ৪০০ বিমান ওঠানামা করে। ভুবনেশ্বর থেকে ১০০ বিমান ওঠানামা করে প্রতি দিন। ঘূর্ণিঝড় ডানার জেরে বিপুল সংখ্যক বিমান বাতিল হওয়ায় চিন্তায় পড়ে যাত্রীরা। আর এই আবহে অন্য চিত্র ধরা পড়ল গায়ক বাবুল সুপ্রিয়র পোস্টে।
দুবাই বিমানবন্দরে আটকে গায়ক বাবুল!
বাবুল সুপ্রিয় জানালেন, ডানার জন্য কলকাতাগামী সমস্ত বিমান প্রায় ৮-১০ ঘণ্টা করে দেরিতে চলছে। তাই এই অবস্থায় কোথায় মেজাজ বিগড়ে যাবে তা তো নয় বরং দুবাই বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও একেবারেই বিরক্ত হননি বাবুল। আর তার অন্যতম কারণ হল এই সময়টাকে বাবুল তাঁর জীবনদর্শনে শাণ দেওয়ার কাজে লাগাচ্ছেন। জীবনে সফলতার পাঠ নিয়ে চর্চা করলেন। আর এই পাঠ চর্চা করার জন্য তিনি দুজনের কথা মনে করলেন। প্রথমজন হলেন রামকৃষ্ণদেব এবং অপরজন হলেন শাহরুখ খান। সফল হতে গেলে যে সুখের ঘুম-খাওয়া, বিলাসিতা বিসর্জন দিতে হয়, সেই পাঠ মনে করলেন তিনি।
জীবনে সফলতার পাঠ নিয়ে চর্চা বাবুলের
এই বিষয়ে তিনি শাহরুখ খানের আদর্শকেই অনুকরণ করার কথা বললেন। এদিন শাহরুখের এক পুরনো ভিডিও তিনি তাঁর পোস্টে শেয়ার করেছিলেন। যেখানে বাদশাকে বলতে শোনা যায়, “সফল হতে গেলে, সুখের ঘুম, খাওয়া-আরাম, একেবারে বিলাসবহুল অভ্যেস-ভাবনা সব ছেঁটে ফেলতে হবে জীবন থেকে। সারাক্ষণ উদ্বেগ ও চিন্তায় থাকতে হবে। সেই কঠোর পরিশ্রম থেকেই সফল হওয়া সম্ভব।” অন্যদিকে উঠে আসে রামকৃষ্ণের প্রসঙ্গ, যিনি কিনা ছিলেন মা কালীর উপসাক। তাঁর ভিতরে যে তীব্র ইচ্ছে ছিল, যে ব্যাকুলতা ছিল সেটাই তাঁকে দেবীর দর্শন দিয়েছিল বলে মনে করেন গায়ক। তাইতো তাঁর কাছে বহু প্রথিতযশা মানুষ আসতেন।