প্রীতি পোদ্দার, কোচবিহার: গত মঙ্গলবার SIR নীতির প্রতিবাদে রাজপথে নেমেছিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কলকাতার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও SIR প্রক্রিয়া থেমে থাকেনি। নানা গোলযোগের মাঝেই হয়ে চলেছে SIR এর কাজ। এমতাবস্থায় ফের বিজেপির বিএলএ ২ কে মারধরের অভিযোগও উঠে এল কোচবিহারে (Cooch Behar)।
ফের তৃণমূল দুষ্কৃতির হাতে মার খেল বিজেপির এজেন্ট
বিতর্ক, রাজনৈতিক তরজা এবং নানা চ্যালেঞ্জের আবহেই গত মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। কিন্তু তার মাঝেই একাধিক জায়গা থেকে বুথ লেভেল অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে আসছে। শুধু তাই নয় বিভিন্ন জায়গায় আবার বিজেপির BLA দের আক্রমনাত্মক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আজও তাই ঘটেছে। রিপোর্ট অনুযায়ী মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি বিজেপির বিএলএ ২ কে মারধর করে জুতোর মালা পড়ানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনা প্রকাশ্যে আসা মাত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
কী বলছেন আহত বিজেপি কর্মী?
আহত বিজেপির বিএলএ-২ নিবাস দাস এদিন সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন যে, এলাকার বুথ লেভেল অফিসার এর সঙ্গে দেখা করার পর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আক্রমণ করেছে প্রথমে। আমি বিএলওর সাথে কথা বলার পর গ্রামে যাই। যখন আমি একটি বাড়িতে পৌঁছাই যেখানে BLO উপস্থিত ছিলেন, তখন তৃণমূলের গুন্ডারা আমাকে লাথি ও থাপ্পড় মারে এবং আমার গলায় জুতার মালা পরিয়ে দেয়। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব।” এদিকে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: ‘বেশি পাকামো করিস না, ইয়ে করে দেবে!’ মহিলা BLO-এ হুমকি তৃণমূল নেতার, ভাইরাল অডিও
SIR করার সময় পচাগর গ্রাম পঞ্চায়েতে বিজেপির এজেন্টকে এইভাবে মারধর করা নিয়ে তৃণমূল কংগ্রেসের পাচাগড় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মণ বলেছেন, অভিযোগগুলি ভিত্তিহীন। এমন কোনও ঘটনা ঘটেনি। বিজেপি কর্মী নিজেই প্রচার পাওয়ার জন্য এই অভিযোগগুলি করছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। পুরো ঘটনা যথাযথ ভাবে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে। অন্যদিকে বারুইপুরেও আজ বিজেপির BLA-কে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগে নাম জড়াল তৃণমূলের বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী তথা বিএলও অঞ্জনা মন্ডল এবং তৃণমূল কর্মীর বিরুদ্ধে।












