শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে ৪ পঞ্চায়েত সদস্য, ফের বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে

Published on:

TMC

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমশ এগিয়ে আসছে আরও এক বিধানসভা নির্বাচন। বছর ঘুরলেই রাজ্যে বাজবে ২৬ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার জন্যেই এখন থেকে বেশ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। কী যাবে কখন দাবার পাশা উল্টে যেতে পারে। তবে সেসব এখন পরের বিষয়। তার আগেই খোলা হাটে ভাঙতে বসল বিরোধী পার্টি গেরুয়া শিবির। এক এক দল ছেড়ে যোগদান করতে লাগল শাসকদল তৃণমূল কংগ্রেসে (TMC)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দল বদলে কুরুচিকর মন্তব্য বিজেপির

বরাবর তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সদস্যকে সংঘবদ্ধ থাকার পরামর্শ দিয়ে আসে। কারণ দল জট অতীত থাকবে ততই জয়ের পথে এগিয়ে যাবে। এবার সেই সংঘবদ্ধের মন্ত্র মনে ধরল বিজেপির কয়েক সদস্যের। যার ফলে এক এক দল বদল করে যোগ দিল তৃণমূলে। প্রথমে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, সাংগঠনিক নেতা শ্যামল মাইতি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই পদ্ম শিবিরের তরফ থেকে নানা মন্তব্য উঠে আসে। আর এরই মধ্যে ফের ভাঙন। এবাত বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন পালধুই গ্রাম পঞ্চায়েতের সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি,সঞ্জয় গারু এবং প্রিয়াঙ্ক মাইতি। যার ফলে বিজেপি মনে আশঙ্কা বাড়ছে যে তাঁদের দখল করা পালধুই পঞ্চায়েত যেন হাতছাড়া না হয়ে যায়।

কী বলছেন সুপ্রকাশ গিরি?

আর পঞ্চায়েত আঁকড়ে ধরে রাখার ভয়ের মাঝেই আরও এক দুঃসংবাদ এর মুখোমুখি হল বঙ্গের গেরুয়া শিবির। এবার রামনগর ২ ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের চারজন বিজেপি সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বিরোধীদের চাপে ফেলে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি। তিনি বলেন, “২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল-ঝড়ে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি। এখন তারই সূচনা হয়েছে। এ বারেই বিধানসভা নির্বাচনে রামনগর-সহ গোটা রাজ্যে বিজেপির আসন শূন্য করে দেব আমরা।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ হাওড়ায় হাহাকার! জল পাঠাল কলকাতা পুরসভা, কবে মিটবে সমস্যা?

অন্যদিকে নির্বাচনের আগে সদস্যদের এমন দলবদলের ঘটনাকে কেন্দ্র করে রামনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপি নেতা মাধবেন্দ্র সাউ ক্ষুব্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, “যে সকল পঞ্চায়েত সদস্য তৃণমূলে গিয়েছেন, তাঁরা অনেক আগে থেকেই নিজেদের স্বার্থে পা বাড়িয়েছিলেন। শুধুমাত্র আজ তাঁরা আনুষ্ঠানিক ভাবে এই দল বদল করেছেন। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সামনের বিধানসভা নির্বাচনে রামনগরে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’’

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group