‘রাজনীতিতে কবে আসছেন?’ মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন উঠতেই সপাটে জবাব সৌরভের

Published on:

sourav ganguly

প্রীতি পোদ্দার, কলকাতা: খেলার ময়দান থেকে অনেকদিন আগেই অবসর নিলেও এখনও তিনি আট থেকে আশির ক্রাশ। ২২ গজে একের পর এক গড়েছেন ধামাকেদার রেকর্ড। ভারতীয় ক্রিকেট টিম ১৯৯৬ সালে পেয়েছিল বাংলার এক নতুন নায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। ক্যাপ্টেন হওয়ার পর সেই তিনি দেশের বাইরে অপ্রতিরোধ্য করে তুলেছিলেন ভারতীয় ক্রিকেট টিমকে। সেই দিনও মাঠে ময়দানে ছিল না তাঁর রাজনীতি, আর আজও অবসর নেওয়ার পরেও তিনি নিজের গায়ে কোনও রাজনীতির রং লাগাতে দেননি। তবে প্রশ্ন তো থেকেই যায়। তাই এবার সেই প্রশ্নের জবাবে সরাসরি মুখ খুললেন বাংলার মহারাজ।

সৌরভের রাজনীতির সূচনা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীকে

WhatsApp Community Join Now

এক বিশেষ জনপ্রিয় সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক দর্শক উপনিবার্চনের ভোটের ফলাফলের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। আর ঠিক সেই সময়েই তাঁকে জিজ্ঞাসা করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায় কি ২০২৬-এই রাজনীতিতে আসবেন? নাকি তার আগেই ‘মহারাজ’কে রাজনীতির আঙিনায় দেখা যাবে? কিন্তু এর জবাবে মুখ্যমন্ত্রী কোনো উত্তর দেননি। বরং সেই উত্তরের বল সৌরভের দিকেই ঠেলে দেন মুখ্যমন্ত্রী। এবং বলেন, “এর উত্তর তো সৌরভই দিতে পারে। ক্রিকেটে বোল্ডও হয়, আবার ব্যাটিং-বোলিংও করে। স্বাভাবিকভাবে ওরাই এই কথাগুলোর উত্তর দিতে পারবে। আমি তো খেলাধুলোর জগতের লোক নই। কিন্তু আমি খেলাধুলো ভালোবাসি।”

জবাবে সোজাসাপ্টা সৌরভ

স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে এই রাজনীতির প্রসঙ্গ সরাসরি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমি তো প্রশ্নের মানেটাই বুঝতে পারলাম না। জিজ্ঞেস করুন, আপনি কবে খেলবেন আবার? সেটা ভালো লাগে শুনতে। রাজনীতিবিদদের কাজ রাজনীতি। আমার কাজ অন্য। এটাই আমার জীবনের নিয়ম।”তবে তাতে থেমে থাকেনি প্রশ্ন।

সৌরভের জবাবে পাল্টা প্রশ্ন ওঠে তবে কি রাজনীতিতে আসছেন না তিনি? তবে সেক্ষেত্রে স্পষ্ট জবাব দিয়ে সৌরভ জানান, “এটা তার উত্তর দেওয়ার মঞ্চ নয়।” যদিও সৌরভের উত্তরে সহমত জানান মুখ্যমন্ত্রীও। তিনিও বলেন, “একদম ঠিক।” আর তখনই সৌরভের উত্তরের ভূয়সী প্রশংসায় হাততালির রোল ওঠে দর্শকদের মধ্যেও।

সঙ্গে থাকুন ➥
X