নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়! শীঘ্রই ‘জেলমুক্তি’ পার্থর, আজই অষ্টম সাক্ষ্যগ্রহণ

Published:

Partha Chatterjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: একের পর এক জটের প্যাচে জড়াচ্ছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা। কিছুদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি, সিবিআইয়ের সব মামলায় জামিন পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গত ২৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির শেষ মামলাতেও কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সব ক্ষেত্রে জামিন পেলেও এখনও জেলেই আটকে রয়েছেন পার্থ। তবে আজ এই জট মামলার কিছুটা সুরাহা হতে পারে। কারণ আজই সিবিআই-এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে ৷ তাই সোমবার নজরে সিবিআই-এর বিশেষ আদালত।

এসএসসি দুর্নীতি মামলার অষ্টম সাক্ষ্যগ্রহণ!

উল্লেখ্য গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে সিবিআইয়ের মামলায় বিচার পর্ব শুরু হলেই পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহের শর্তাধীন জামিন মঞ্জুর করা যাবে। এবং নির্দেশে এও বলা হয় যে আগামী ১৪ নভেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের সাক্ষ্য গ্রহণ শেষ করে চূড়ান্ত জামিন মঞ্জুর করার নির্দেশও দেওয়া হবে। আর সেই কারণে মামলার চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেন আলিপুর সিবিআই বিশেষ আদালতের বিচারক। প্রথম দফায় আট জনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে নিম্ন আদালতে সিদ্ধান্ত হয়। সিবিআইয়ের তরফে আট জন সাক্ষীর নাম প্রস্তাব করা হয়। সেই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সেই মতে আজই সিবিআইয়ের নিয়োগ দুর্নীতির তিনটি মামলার বিচারপর্বের ফলাফল কোন দিকে এগোয় সেটাই দেখার।

তালিকা প্রকাশ করার পর ফের আপডেট

জানা গিয়েছে এসএসসির এক আধিকারিকের পদে কর্মরত এক সাক্ষী সিবিআইয়ের নিয়োগ দুর্নীতির বিচারপর্বে চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ নিয়ে এক চাঞ্চল‌্যকর তথ‌্য জানান। তিনি আদালতে জানান, এসএসসির ফল প্রকাশের পর সমরজিৎ আচার্য, পর্ণা বসু ও আরও কয়েকজন আলোচনা করছিলেন। আলোচনার মাঝেই এসএসসির প্রাক্তন চেয়ারম‌্যান সুবীরেশ ভট্টাচার্য এবং আধিকারিক পর্ণা বসুর মধ্যে দীর্ঘক্ষণ আলাদা আলোচনা হয়। এর পরেই পর্ণা বসু সিদ্ধান্ত নেন যে, ফল সংশোধন করতে হবে। অভিযোগ সুবীরেশ ভট্টাচার্য পর্ণা বসুকে একটি চূড়ান্ত তালিকা দেন। সেইমতো চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হয়েছিল। যদিও ওই তালিকায় কাদের নাম ছিল, তা জানেন না বলে ওই সাক্ষী আদালতে জানিয়েছেন। এছাড়াও এসএসসির প্রাক্তন কর্তা শান্তিপ্রসাদ সিং-এর নাম উঠে এসেছে সাক্ষীর বয়ানে।

আরও পড়ুন: নভেম্বরেই কল্যাণীর বাড়ি বাড়ি পাইপলাইনে গ্যাস, জানুন আবেদন পদ্ধতি ও খরচ

কী বলছেন পার্থের আইনজীবী?

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থের জেলমুক্তির বিষয়ে সংবাদমাধ্যমে জানান, সুপ্রিম কোর্ট যে শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের জন‍্য ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে সোমবার আদালতে প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীর জেলমুক্তির জন্য রিলিজের আবেদন করা হবে পার্থ চট্টোপাধ্যায়ের তরফে। সেক্ষেত্রে আদালত রিলিজ অর্ডার দিলে জেলমুক্তি হবে পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও পার্থ চট্টোপাধ‌্যায় এখন পূর্ব যাদবপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। প্রেসিডেন্সি জেল ওই হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনামা পাঠালে চিকিৎসকদের অনুমতি নিয়ে মুক্তি পেয়ে বাড়ি যেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join