প্রীতি পোদ্দার, কলকাতা: দু’বছর ধরে আটকে রয়েছে কেন্দ্রীয় বরাদ্দ, কিন্তু কিছুতেই মিলছে না টাকা। এদিকে বারংবার কেন্দ্রের (Central Government Of India) কাছে বরাদ্দ পাঠানোর আবেদন জানানো হলেও কেন্দ্র কিছুতেই সেই আবেদন গ্রহণ করেনি। উল্টে টাকা নয় ছয়ের অভিযোগ উঠে এসেছে। তাই বাধ্য হয়েই একপ্রকার প্রকল্পের টাকা রাজ্যের কোষাগার থেকে দিচ্ছে রাজ্য। তবে এবার টাকা মেলার ক্ষেত্রে সবুজ সংকেত দিল কেন্দ্র।
অবশেষে মিলল বরাদ্দ অর্থ!
কেন্দ্রের তরফ থেকে অর্থ পাঠানো বন্ধ করে দেওয়ায় বেশ অসুবিধায় পড়তে হয়েছে রাজ্যকে। কিন্তু রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি বলে চলতি অর্থ বর্ষের এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল। এদিকে ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিতে পারবে না বলে জানা গিয়েছে। যার দরুন রাজ্য কেন্দ্রের কাছে বারবার আবেদন জানায়। কারণ কেন্দ্রের আর্থিক সহায়তা না পেলে, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি ব্যাহত হতে পারে। তাই এই টাকা যে রাজ্যের কোষাগারের জন্য কতখানি গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। শেষে সেই বরাদ্দ টাকা দেওয়ার আবেদন গ্রহণ করল কেন্দ্র।
পেনাল্টি দিতে হয়েছে রাজ্যকে
কিছুদিন আগে রাজ্যের প্রতিনিধিরা বরাদ্দ অর্থ এবং রাজ্য কোষাগারের বিশেষ এবং গুরুত্বপূর্ণ সব তথ্য দিল্লিতে গিয়ে দিয়ে এসেছিল। সেই তথ্যগুলি এতদিন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছিল। অবশেষে সবুজ সংকেত মেলায় এই তহবিলের ৬৮০ কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্র। জানা গিয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক পরিকাঠামো নির্মাণে এই টাকা ব্যবহার করা হয়। রাজ্য সরকার দ্রুত এই টাকা ছাড়ার জন্য কেন্দ্রের কাছে একাধিকবার আবেদন করেছিল। তবে এর জন্য রাজ্য সরকারকে পেনাল্টি দিতে হবে। সেই পেনাল্টির টাকা ১ কোটি।
আরও পড়ুন: প্রাথমিকে ১৩ হাজার নিয়োগকে চ্যালেঞ্জ, মামলা দায়ের হাইকোর্টে!
প্রসঙ্গত, রাজ্য সরকার গত দুই বছর ধরে বিভিন্ন প্রকল্পে এবং জনগণের সুবিধার্থে সম্পূর্ণ নিজের টাকায় করেছে। পায়নি কোনো কেন্দ্রীয় সাহায্য, আজ সেই কেন্দ্রীয় অনুদান পাওয়ায় বেশ খুশির ঝলক দেখা গিয়েছে। আর্থিক সহায়তার অভাবে এতদিন থমকে গিয়েছিল রাজ্যের একাধিক সরকারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের কাজ। এবার তাই সেই বরাদ্দ অর্থ চেয়ে কেন্দ্রের কাছে চিঠি পাঠাল নবান্ন। তেমনটাই প্রশাসন সূত্রের খবর।