প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রীর সিংহাসন কার দখলে যাবে তা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। আর এই আবহে এবার ফের দল বদলের হিড়িক পড়ল রাজ্যে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। এবং তাঁকে তৃণমূলে যোগ দেওয়ালেন সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস। আর এই আবহেই ঘটল আরেক ঘটনা। নতুন দলে যোগদান করতেই পরের দিনই তাঁর হাতে ধরিয়ে দেওয়া হল আইনি নোটিস।
শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য
গতকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরেই জন বার্লা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, “রেলের জমিতে ১০০ শতাংশ অনুদান নিয়ে, ১৬০ কোটির হাসপাতাল তৈরি করতে গিয়েছিলাম। রেল জমিও বেছে দিয়েছিল। কিন্তু এখন যিনি বিরোধী দলনেতা, তিনি এই কাজ আটকে দেন। এর আগেও এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এভাবে উন্নয়নমূলক কাজ আটকে দেওয়া হলে কে এমন দল করবে?” আর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়। আর এবার এই মন্তব্যের ভিত্তিতে শুভেন্দু অধিকারী আইনি পদক্ষেপ গ্রহণ করলেন। পাঠানো হল আইনি নোটিস।
আইনি নোটিস জন বার্লাকে
এদিন এই আইনি নোটিস প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর আইনজীবী দাবি জানিয়েছেন যে, গতকাল তৃণমূলে যোগদানের সময় সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে জন বার্লা যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। আর তার জন্য বার্লাকে বিনা শর্তে লিখিত ভাবে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি। এছাড়াও বার্লার উদ্দেশে শুভেন্দুর আইনজীবী জানিয়েচে যে তিনি যেন কোনও সরকারি, বেসরকারি, অথবা রাজনৈতিক ফোরামে শুভেন্দু অধিকারীর সম্পর্কে কোনও মানহানিকর মন্তব্য বা কটাক্ষ না করেন। তবে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি জন বার্লার।
আরও পড়ুন: গার্হস্থ্য হিংসায় ভুগছিলেন রিঙ্কুদেবী! মদ খেয়ে মারধর করতেন প্রথম স্বামী, প্রকাশ্যে নয়া তথ্য
এদিকে জন বার্লার বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দেওয়া নিয়ে বেশ খুশি তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে তৃণমূলস্তরে কাজ করার যে অভিজ্ঞতা থাকা দরকার তা জনের রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ারে এবং চা বাগানের শ্রমিকদের মধ্যে জন বার্লার যে গ্রহণযোগ্যতা রয়েছে, এই সেটাই দলকে শক্তিশালী করে তুলবে বলে আশাবাদী তাঁরা। আসলে গত লোকসভা নির্বাচনে জনকে টিকিট দেয়নি বিজেপি। তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয় মনোজ টিগ্গাকে। আর সেই থেকেই পদ্মশিবিরে গুঞ্জন শোনা যাচ্ছিল দল বদলির। অবশেষে সেই জল্পনাই সত্যি হল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |