লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন শ্রীময়ীর? নথি ফাঁস করে বিস্ফোরক সুকান্ত

Published:

Sukanta Majumdar
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নজরে ছাব্বিশ। বিহারের পর বাংলায়ও শুরু হল SIR। আজ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ভোটারদের বাড়ি পাড়ি দিচ্ছেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। ভোটার তালিকা সংক্রান্ত তথ্য যাচাই করে দেখবেন তাঁরা। কিন্তু এই SIR নিয়ে আতঙ্কিত অনেকেই। ইতিমধ্যেই ৭ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাই সব মিলিয়ে এই SIR সংক্রান্ত একের পর বিতর্ক তৈরি হয়েছে। এমতাবস্থায় প্রকাশ্যে এল তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম, যা নিয়ে চরম কটাক্ষ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

লক্ষ্মীর ভাণ্ডার বিতর্ক বিধায়কের বিরুদ্ধে!

এদিন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বেশ কিছু ছবি দিয়ে একটি চাঞ্চল্যকর পোস্ট করেন। যেখানে দেখা যায় সেই ছবিগুলো আসলে কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। এখানেই শেষ নয়, সেই পোস্টে সুকান্ত মজুমদার লিখেছেন, “গত ১৭ই অক্টোবর ২০২৫ তারিখের একটি লক্ষীর ভাণ্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী! সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি।”

কী বলছেন সুকান্ত মজুমদার?

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে খোঁচা দিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এদিন তাঁর পোস্টে বলেন যে, “ প্রতিভাবান বিধায়কের প্রতি আমার যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছি, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লেখিত যাবতীয় তথ্য সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যিই নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাঁড়ারে প্রচণ্ড দুর্দশা! রাজ্য বিধানসভার একজন সদস্য হিসেবে মোটা টাকা ভাতা পেয়েও স্ত্রী-কে দিয়ে লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করানো হচ্ছে। ফলে এখানেই স্পষ্ট, লুটে নেওয়ার ক্ষেত্রে কোথাও কোনও খামতি নেই তৃণমূলের।” যদিও এই পোস্টকে ঘিরে এখনও কোনো মন্তব্য করেননি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ।

আরও পড়ুন: নামের বানানে বিভ্রান্তি! এবার SIR আতঙ্কে আত্মঘাতী ৩০-র যুবক, শোরগোল উলুবেড়িয়ায়

উল্লেখ্য, কিছুদিন আগে কন্যাসন্তান জন্মের সময় হাসপাতালের বিল-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ বিধানসভায় হাসপাতালের বিল জমা দেওয়ার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিল খতিয়ে দেখা হবে। এবং পরে আরও কিছু জিজ্ঞাস্য থাকলে বিধায়ককে ডেকে জানা হবে বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হবে। আর সেই বিতর্কের মাঝে কাঞ্চন পত্নী শ্রীময়ীর লক্ষ্মীর ভাণ্ডার ফর্মের ছবি প্রকাশ্যে আসতেই স্বভাবতই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু নেটিজেনরা নয় এই ঘটনায় সরব রাজনৈতিক মহলও

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join